কোন গ্যারান্টি ছাড়াই State Bank দিচ্ছে ২০ লাখ টাকা, শুধু থাকতে হবে এই অ্যাকাউন্ট
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি এই নতুন প্রকল্প চালু করেছে যাদের কাছে রয়েছে স্যালারি অ্যাকাউন্ট
যদি আপনার একটি সেলারি একাউন্ট থাকে তাহলে দেশের বৃহত্তম সরকারি ব্যাংক sbi আপনার জন্য নিয়ে এসেছে একটা দারুণ সুখবর। আপনাদের জানিয়ে রাখি ব্যাংক এবারে বেতন ভোগী একাউন্ট ধারীদের একটি বিশেষ সুবিধা প্রদান করতে চলেছে। প্রকৃতপক্ষে এসবিআই বেতনভোগী একাউন্ট হোল্ডারদের জন্য একটি কাস্টমাইজ করা ব্যক্তিগত ঋণ অফার করতে চলেছে। বিবাহ, ছুটির প্ল্যান এবং জরুরি প্রয়োজনে গ্রাহকরা এই ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করতে পারেন। গ্রাহকদের ন্যূনতম নথিসহ কোন গ্যারান্টি ছাড়াই এই ঋণ দিয়ে থাকে এসবিআই।
এসবিআই এর ওয়েবসাইট অনুসারে ব্যাংকের এই কাস্টমাইজড ব্যক্তিগত ঋণের জন্য গ্রাহকদের যেকোনো শাখায় একটি বেতন একাউন্ট থাকতে হবে। তার নূন্যতম নেট মাসিক বেতন ১৫ হাজার টাকার বেশি হতে হবে। ব্যাংকের মতে ঋণের জন্য আবেদনকারী ব্যক্তি কে কেন্দ্রীয়, রাজ্য বা আধা-সরকারি, কেন্দ্রীয় বা রাজ্য পিএসইউ, কর্পোরেট বা জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী হতে হবে। ইএমআই অনুপাত ৫০ শতাংশের কম হতে হবে। এসবিআই জানিয়েছে, বেতন ভৌগিক গ্রাহকদের জন্য ডিজাইন করা ব্যক্তিগত ঋণ পণ্যের এই মুহূর্তে কোন জামানত বা নিরাপত্তার প্রয়োজন নেই।
এসবিআই এর এক্সপ্রেস ক্রেডিট পার্সোনাল লোন প্রকল্পের অধীনে, আপনি সর্বনিম্ন ২৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। গ্রাহক নিট মাসিক আয়ের ২৪ গুন বা তার বেশি টাকা নিতে পারবেন না। ওভার ড্রাফ্ট ঋণের পরিমাণ সর্বনিম্ন ৫ লক্ষ টাকা এবং সর্বোচ্চ ২০ লক্ষ টাকা হতে পারে। দ্বিতীয় লোনটি তখনই পাওয়া যাবে যখন আপনি প্রথম লোনের টাকা সম্পূর্ণভাবে পরিশোধ করবেন। যারা প্রথম লোনে নিয়মিত ইএমআই পেমেন্ট করছেন তারা দ্বিতীয় লোনের জন্য আবেদন করতে পারবেন। এসবিআই বেতনভোগী গ্রাহক এক্সপ্রেস কার্ড পারসোনাল লোন প্রকল্পের অধীনে ১০.৯০ শতাংশ থেকে শুরু করে বার্ষিক ১২.৪০ শতাংশ সুদে আপনি ঋণ পাবেন। ব্যাংকের মতে গ্রাহকদের কোন হিডেন চার্জেস দিতে হবে না। প্রসেসিং ফি হবে অনেকটাই কম। এছাড়াও আপনি ছয় বছর পর্যন্ত ঋণ শোধ করার সময় পেয়ে যাবেন