Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাজ্যে কোন জেলায় কত আক্রান্ত? তালিকা দিল রাজ্য সরকার

Updated :  Tuesday, May 5, 2020 10:26 AM

রাজ্য সরকারের পক্ষ থেকে এবার করোনা আক্রান্তের বিস্তারিত বিবৃতি দেওয়া হয়েছে। জেলাভিত্তিক করোনা আক্রান্তের তালিকা দিয়েছে রাজ্য সরকার। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব জানিয়েছিলেন রাজ্যে মোট করোনা আক্রান্ত ১২৫৯ জন। সুস্থ হয়েছেন ২১৮ জন এবং মারা গেছেন ৬১ জন। এর পাশাপাশি রাজ্যে সরকার ফের আরেকবার সমস্ত জোনভিত্তিক বিভাজন গুলি উল্লেখ করেছেন।

কেন্দ্রের তালিকা অনুযায়ী রাজ্যে মোট ১০ টি জেলা রেড জোনের অন্তর্গত। কিন্তু রাজ্য সরকার সোমবারের তালিকাতে রেড জোনের সংখ্যা ৪ টি উল্লেখ করেছে। রাজ্যের তালিকায় যে ৪ টি রেড জোন রয়েছে, সেগুলি হল- কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। 

রাজ্যের হিসাব অনুযায়ী অরেঞ্জ জোন আছে ১২ টি জেলা। সেগুলি হল- হুগলি, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পঙ। 

আর ৭ টি জেলা গ্রিন জোনের অন্তর্গত। সেগুলি হল- আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম।

রাজ্য সরকারের পক্ষ থেকে জেলাভিত্তিক করোনা আক্রান্তের যে সংখ্যা প্রকাশ করেছে, তার বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হল-

রেড জোন – কলকাতা- মোট আক্রান্ত ৬৫৯ জন। সুস্থ হয়েছেন ১০৯ জন। মৃত্যু হয়েছে ৮৭ জনের। এখন পজিটিভ কেস আছে ৪৬৩।

রেড জোন – হাওড়া – মোট আক্রান্ত ২৪১ জন। সুস্থ হয়েছেন ২০ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের। এখন এই জেলাতে পজিটিভ কেস আছে ২০৪।

রেড জোন – উত্তর ২৪ পরগনা – মোট আক্রান্ত ১৭৮ জন। চিকিৎসায় সুস্থ হয়েছেন ৩৬ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের। এখন এই জেলাতে পজিটিভ কেস আছে ১২৪।

রেড জোন- পূর্ব মেদিনীপুর – এই জেলাতে মোট আক্রান্ত ৩৬ জন। সুস্থ হয়েছেন ২১ জন। মৃত্যু হয়েছে ১ জনের। এখন পজিটিভ কেস আছে ১৪।

অরেঞ্জ জোন – হুগলি- মোট আক্রান্ত ৪১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫ জন। মৃতের সংখ্যা ৪। এখন সক্রিয় আক্রান্ত ৩২ জন।

অরেঞ্জ জোন – দক্ষিণ ২৪ পরগনা – মোট আক্রান্ত ৩৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫ জন। মৃতের সংখ্যা ১। এখন সক্রিয় আক্রান্ত ২৭ জন।

অরেঞ্জ জোন – পশ্চিম বর্ধমান – মোট আক্রান্ত ১০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ জন। মৃতের সংখ্যা ২। এখন সক্রিয় আক্রান্ত ৫ জন।

অরেঞ্জ জোন – পূর্ব বর্ধমান – মোট আক্রান্ত ৩ জন। সুস্থ হয়ে ওঠেনি কেউ। কারোর মৃত্যু হয়নি। এখন সক্রিয় আক্রান্ত ৩ জনই।

অরেঞ্জ জোন – পশ্চিম মেদিনীপুর – মোট আক্রান্ত ১৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ জন। মৃতের সংখ্যা ০। এখন সক্রিয় আক্রান্ত ১২ জন।

অরেঞ্জ জোন – বীরভূম – মোট আক্রান্ত ৩ জন। সুস্থ হয়ে ওঠেনি কেউ। কারোর মৃত্যু হয়নি। এখন সক্রিয় আক্রান্ত ৩ জনই।

অরেঞ্জ জোন – নদীয়া- মোট আক্রান্ত ৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬ জন। মৃতের সংখ্যা ০। এখন সক্রিয় আক্রান্ত ২ জন।

অরেঞ্জ জোন – মুর্শিদাবাদ- মোট আক্রান্ত ২ জন। সুস্থ হয়ে ওঠেনি কেউ। মৃতের সংখ্যা ১। এখন সক্রিয় আক্রান্ত ১ জন।

অরেঞ্জ জোন – মালদহ- মোট আক্রান্ত ২ জন। সুস্থ হয়ে ওঠেনি কেউ। কারোর মৃত্যু হয়নি। এখন সক্রিয় আক্রান্ত ২ জন।

অরেঞ্জ জোন – জলপাইগুড়ি – মোট আক্রান্ত ৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪ জন। মৃতের সংখ্যা ১। এখন কোনো করোনা আক্রান্ত নেই।

অরেঞ্জ জোন – দার্জিলিং- মোট ৬ জন আক্রান্ত হয়েছিল। বর্তমানে ৬ জনই সুস্থ হয়েছেন।

অরেঞ্জ জোন – কালিম্পঙ – মোট ৭ জন আক্রান্ত। সুস্থ হয়েছেন ৬ জন। মৃত্যু হয়েছে ১ জনের। এখন কোনো করোনা আক্রান্ত নেই।