২০২১ বিধানসভার আগে খসড়া ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেল রাজ্যে। রাজ্য নির্বাচন কমিশন আজ এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করে দিল। আজ থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে।
এদিন যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তাতে দেখা গিয়েছে আগামী ২০২১ বিধানসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গে মোট বুথের সংখ্যা ৭৮,৯০৩। পাশাপাশি, মোট ভোটারের সংখ্যা ৭,১৮,৪৯,৩০৬ জন। এদের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৩,৫১,৪৫,২৮৮ এবং পুরুষ ভোটারের সংখ্যা ৩,৬৭,০২,৫৯০। এই ভোটার তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়ে গিয়েছে। যাদের ভোটার তালিকা থেকে কিছু সংশোধন করার প্রয়োজন হবে তাদের জন্য সংশোধনের সময় দেওয়া হয়েছে।
রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে আপনারা নিজেদের ভোটার তালিকা সংশোধিত করতে পারেন। সমস্ত সংশোধনের কাজ হয়ে গেলে, আগামী ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা পেশ করা হবে।
এবছরের ভোটের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর আবেদন করে পাঠিয়েছে। এবছরের নির্বাচন একেবারে নির্বিঘ্নে করার জন্য সম্পূর্ণরূপে উদ্যোগী রাজ্য নির্বাচন কমিশন। উল্লেখ্য, ভোটার তালিকা সংশোধন এর আগে এই মাসে একটি সর্বদল বৈঠক ডাকা হয়েছিল। তাতে সমস্ত রাজনৈতিক দলগুলি ভোট নির্বিঘ্নেই করার আবেদন জানায়। এ সঙ্গে তারা দাবি করেছিল, নির্বাচন কমিশন যেন আম্ফান এবং নদী ভাঙ্গনে বাস্তুহারাদের ভোটের অধিকার সুনিশ্চিত করে।