গঠিত হল কলকাতা পুরসভার প্রশাসক বোর্ড, যার মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিম। মঙ্গলবার প্রশাসক হিসেবে ফিরহাদ হাকিমের নাম চূড়ান্ত করার পর আজ আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা ১৪ জনের বোর্ডে ফিরহাদ হাকিম ছাড়া আরও ১৩ জনের মধ্যে অতীন ঘোষ, দেবাশিস কুমার, দেবব্রত মজুমদাব, রতন দাস এবং বৈশানর চট্টোপাধ্যায় আছেন।
রাজ্যের পুরসভার মেয়রের দায়িত্ব থাকার পর আবার ওই বোর্ডেরই প্রশাসক হলেন ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার ৭ই মে কলকাতা পুরসভার মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের কার্যকাল শেষ হওয়ার ঠিক পরের দিন অর্থাৎ শুক্রবার ৮ই মে তিনি কলকাতা পুরসভার প্রশাসক পদের দায়িত্বলাভ করবেন। ১৯শে এপ্রিল কলকাতা ও হাওড়ায় ভোট গ্রহণের দিন ঠিক করেছিল রাজ্য নির্বাচন কমিশন, যা করোনার কারণে লকডাউনের জেরে স্থগিত রাখা হয়েছিল।
এদিন নির্দেশিকায় জানানো হয়েছে এই বোর্ডের মেয়াদ থাকবে কলকাতা পুরসভার নির্বাচনের পর প্রথম বৈঠক পর্যন্ত। শুধু কলকাতা পুরসভা নয় রাজ্যের আরও ৯৩ টি পুরসভায় প্রশাসক বসানো হবে বলে জানা গেছে।করোনার জেরে পুরভোট স্থগিত হয়ে যাওয়ায় প্রথমবার পুরসভায় বসছে প্রশাসক। রিমুভ্যাল অফ ডিফিকাল্টিস অ্যাক্ট-এ রাজ্য সরকার ফিরহাদ হাকিমকে প্রশাসক করার সিদ্ধান্ত নেয়। ফিরহাদ হাকিমের প্রশাসক হিসেবে নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হওয়ার পর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন।