এবার মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বিগত কয়েক মাস ধরে রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা গিয়েছে এবং সেই নিয়ে নানা জায়গায় বিতর্কে মুখে পড়েছে রাজ্য সরকার। সেই কারণেই এবারে নারী নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। এই পরিস্থিতিতে মহিলাদের জন্য বিশেষ বাস চালু করার উদ্যোগ নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা NBSTC। এই উদ্যোগে মহিলাদের স্বাধীনভাবে ভ্রমণ করার স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে এবং তারা সুরক্ষিতভাবে ভ্রমণ করতে পারবেন। কোন কোন রুটে এই বাস চলবে এবং কবে থেকে এই বাস পরিষেবা শুরু হবে, চলুন সেটা বিস্তারিত জেনে নেওয়া যাক।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা এনবিএসটিসি পুজোর আগে মহিলাদের জন্য এক বিশেষ বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই বাসগুলি মূলত উত্তরবঙ্গের প্রধান শহর এবং পর্যটন কেন্দ্রে চালানো হবে। মূলত অফিস টাইমে মহিলাদের জন্য এই বাস চালু করা হচ্ছে। এই বিশেষ বাস পরিষেবা সম্পর্কে রাজ্যের মহিলারা বেশ আশা বাদী রয়েছেন বলে জানা যাচ্ছে। তাদের তাদের রাতের বেলা বাড়ি ফিরতে বা অফিসে যেতে তাদের আর নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না। বিশেষ করে কর্মজীবী মহিলারা এই বাস থেকে বেশি উপকৃত হবেন।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা এন বি এস টি সি সংস্থার সার্ভিস চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানিয়েছেন, উত্তরবঙ্গে তিনটি রুটে এই লেডিস স্পেশাল বাস চলবে। সেই রুট গুলি হল শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে কোচবিহার এবং কোচবিহার থেকে দিনহাটা। অফিস টাইম এবং রাত্রিবেলা এই বাস চালানো হবে বলে জানা হচ্ছে।