Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Employment Bank: ছেলে মেয়ে নির্বিশেষে মাসে মাসে পাবেন ২৫০০ টাকা, এইভাবে করুন আবেদন

Updated :  Wednesday, May 22, 2024 9:15 AM

পশ্চিমবঙ্গের কর্মহীন যুবক যুবতীদের জন্য এক দারুণ প্রকল্প রয়েছে রাজ্য সরকারের। রাজ্যে এমন অনেক যুবক যুবতী রয়েছেন যারা এখনও কর্মহীন অবস্থায় রয়েছেন। তাদের জন্য রয়েছে একটি বিশেষ প্রকল্প (Employment Bank)। এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে এখনও পর্যন্ত যারা নাম নথিভুক্ত করেননি বা যারা এবার উচ্চ মাধ্যমিক পাশ করেছেন বা স্নাতক পাশ করেছেন তাদের জন্য আর্থিক সহায়তা দেবে এই প্রকল্প।

কথা হচ্ছে যুবশ্রী প্রকল্পের ব্যাপারে। এই প্রকল্পটি পুরনো হলেও প্রতি বছর এতে নিয়মে কিছু কিছু পরিবর্তন হয়। তাই যারা এই প্রকল্পে আবেদন করেও টাকা পাননি তারা সঠিক পদ্ধতিতে আবেদন করলে পাবেন এই প্রকল্পের সহায়তা। এই প্রকল্পের মাধ্যমে ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই পাবেন টাকা। প্রতিমাসে ১৫০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত পাওয়া যায় এই প্রকল্পে। কীভাবে আবেদন করবেন এই প্রকল্পে, এই প্রতিবেদনে রইল সমস্ত তথ্য।

এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বা যুবশ্রী প্রকল্পের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে কর্মহীন এবং নূন্যতম অষ্টম শ্রেণি পাশ করতে হবে। এই প্রকল্পের জন্য আবেদন করতে গেলে প্রয়োজনীয় নথি হিসেবে লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট, যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট, কাস্ট সার্টিফিকেট এর প্রতিলিপি এবং পাসপোর্ট সাইজ ছবি।

এই প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে https://employmentbankwb.gov.in ওয়েবসাইটে গিয়ে জব সিকার অপশন সিলেক্ট করে নিউ এনরোলমেন্ট এ ক্লিক করতে হবে। এরপর ব্যক্তিগত বিবরণ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তারপর ফর্ম সাবমিট করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। গত ১৫ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন আবেদনে Annexre II জমা করার শেষ তারিখ ছিল এতদিন পর্যন্ত। তবে তারপর অফলাইনে ওই তারিখ বাড়িয়ে ৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ করা হয়।