বর্তমান সময়ে আধার কার্ড যে কোনো গুরুত্বপূর্ণ কাজে অপরিহার্য। সরকারি প্রকল্পের অর্থ শিক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর ক্ষেত্রেও এটি অত্যন্ত জরুরি। তাই শিক্ষার্থীদের আধার কার্ড তৈরি ও আপডেট সংক্রান্ত বিষয়ে শিক্ষা দফতর নতুন নির্দেশিকা জারি করেছে।
দুই দফায় হবে আধার কার্ড আপডেট
শিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী, স্কুলে ভর্তি হওয়ার সময় আধার কার্ড থাকা বাধ্যতামূলক। তবে এবার নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র একবার নয়, বরং দুইবার আধার কার্ড যাচাই ও আপডেট করা হবে। ইতিমধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলের জেলা পরিদর্শক ও স্কুল আধিকারিকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
কখন হবে আধার আপডেট?
রাজ্য সরকার কন্যাশ্রী, সবুজ সাথী-সহ বিভিন্ন শিক্ষামূলক প্রকল্প চালু করেছে। যাতে কোনো শিক্ষার্থী এই প্রকল্পগুলোর সুবিধা থেকে বঞ্চিত না হয়, তাই আধার আপডেট বাধ্যতামূলক করা হয়েছে।
প্রথম আপডেট: ৫ বছর বয়সে
দ্বিতীয় আপডেট: ১৫ বছর বয়সে
এই আপডেট প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে করা হবে, এবং সংশ্লিষ্ট স্কুল ও বিদ্যালয় জেলা আধিকারিকরা এর দায়িত্বে থাকবেন।
সর্বভারতীয় পরীক্ষার জন্য আধার লিঙ্ক বাধ্যতামূলক
বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বভারতীয় স্তরের বিভিন্ন পরীক্ষায় আবেদন করতে হলে শিক্ষার্থীদের আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক।
নির্দেশিকায় কিউআর কোড সুবিধা
নতুন নিয়ম আরও সহজে বোঝানোর জন্য শিক্ষা দফতর একটি বিশেষ কিউআর কোড সংযুক্ত করেছে। এই কোড স্ক্যান করলে আধার কর্তৃপক্ষের প্রকাশিত একটি ভিডিও দেখা যাবে, যেখানে আপডেট প্রক্রিয়ার সবকিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে।
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলও এই বিষয়ে মত প্রকাশ করে বলেন, “সরকারি সুযোগ-সুবিধা পেতে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেক শিক্ষার্থীর আধার থাকা জরুরি।”
এই নতুন নিয়ম কার্যকর হলে শিক্ষার্থীরা সহজেই সরকারি প্রকল্পের সুবিধা পাবে এবং শিক্ষাক্ষেত্রে আধার কার্ডের প্রয়োজনীয়তা আরও সুসংহত হবে।