নিউজরাজ্য

ফের রাজ্য-রাজ্যপাল সংঘর্ষ

Advertisement

নতুন রাজ্যপাল জগদীশ ধনকড় রাজ্যে আসার পর থেকে রাজ্য সরকারের সাথে তার সংঘাত লেগেই আছে। বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্য সরকারের সাথে তার সংঘাত লেগেই আছে। এদিন সংবিধান দিবস উপলক্ষে বিধানসভায় এসে আবার একপ্রস্থ ঝামেলায় জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে।

মঙ্গলবার বিকেলে সংবিধান দিবস উপলক্ষ্যে রাজ্যপাল বিধানসভায় পৌঁছান যখন তখন সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ মুখ্যমন্ত্রীর সাথে কোনোরকম কথা না বলেই রাজ্যপাল সরাসরি চলে যান, আম্বেদকরের মূর্তিতে মাল্যদানের জন্য।

এরপর মুখ্যমন্ত্রী সংবিধান দিবসের অনুষ্ঠানে বক্তৃতা রাখতে উঠে রাজ্যপালের কথা না বলা প্রসঙ্গে বলেন, ‘রাজ্যপাল সিলেক্টেড পোস্ট, কিন্তু মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এগুলো ইলেক্টেড পোস্ট। আগের রাজ্যপালের সঙ্গে এরকম সম্পর্ক ছিল না। প্রধানমন্ত্রীও দেখা হলে আমার সাথে কথা বলেন।’

রাজ্যপালের রাজ্য সরকারের বিরুদ্ধে তোলা একাধিক বিষয়ের আজ জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে রাজ্যপালের তোলা রাস্তায় মুখ্যমন্ত্রীর কাটআউট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘কার কাটআউট কোথায় কখন লাগবে সে নিয়েও কথা হচ্ছে।’ রাজ্যপালের হেলিকপ্টার না পাওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘ইমার্জেন্সি হলেই আমরা হেলিকপ্টার ব্যবহার করি। আগের রাজ্যপালও তো অনেকবারই হেলিকপ্টার ব্যবহার করেছেন, তখন তো কোনো অসুবিধাই হয়নি।’

বিধানসভায় সংবিধান দিবসের অনুষ্ঠানের পর এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মহারাষ্ট্র নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতা না থাকলে তো ইস্তফা দিতেই হবে। চুপিচুপি সরকার গড়া কেনো?’ দেবেন্দ্র ফড়নবীশ ইস্তফা দিয়ে ভালোই করেছেন বলে মত মুখ্যমন্ত্রীর।

Related Articles

Back to top button