কলকাতা: সাধারণ মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা ঠিক কি পরিস্থিতিতে রয়েছে, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তিন বেসরকারি হাসপাতাল। এক করোনা রোগীকে তিন বেসরকারী হাসপাতাল বিরুদ্ধে প্রত্যাখ্যান করার অভিযোগ উঠল। এই অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন ওই তিন বেসরকারি হাসপাতালকে জরিমানা করেছে।
আনন্দপুরের ফর্টিস হাসপাতালকে ১ লক্ষ, তপসিয়ার ফ্লেমিং হাসপাতালকে ৫০ হাজার এবং বালিগঞ্জের অল এশিয়া মেডিক্যাল ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে স্বাস্থ্য কমিশন। বুধবার স্বাস্থ্য কমিশনের শুনানি শেষে এই রায় ঘোষণা করা হয়েছে।
পশ্চিমবঙ্গে যাতে আবার এমন ঘটনা না ঘটে, তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ কথা ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান তথা কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দোপাধ্যায়। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা সাধারণ মানুষদের জন্য কতটা খারাপ অবস্থায় আছে, তা আবার ফুটে উঠল।