Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পুলিশের নামে বেফাঁস মন্তব্য রাজ্য সভাপতি দীলিপ ঘোষের, শুনুন তিনি কী বলেছেন! চাঞ্চল্য রাজনৈতিক মহলে

Updated :  Wednesday, August 28, 2019 4:58 PM

রাজীব ঘোষ: পূর্ব মেদিনীপুরের মেচেদায় এক জনসভায় রাজ‍্য বিজেপির সভাপতি এবং সাংসদ দিলীপ ঘোষ বলেছিলেন, রাজ‍্যের তৃণমূল সরকার বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশকে দিয়ে মিথ্যা কেস দিচ্ছে। বিজেপি কর্মীদের বিরুদ্ধে ২৮ হাজার মামলা চলছে।মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসানো হচ্ছে।এমনকি আমার নামেও খুনের মামলা দিয়েছে।আমি নাকি খুন করেছি।আমি যদি খুন করি,বংশ লোপ করে দেবো।তারপর বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমাদের পিছনে লাগবেন না।মার্ডার না করে যদি আসামী হই,তাহলে পুলিশের ঘাড়ে পা তুলে পিষে মারবো।পুলিশের উদ্দেশ্যে বলেন, হয় জেলে যেতে হবে, নাহলে ছেলে বউয়ের মুখ দেখতে পারবেন না।সর্বনাশ করে দেবো।আমি জঙ্গলমহলের ছেলে।যা বলি ছাড়ি না।

বিজেপি সভাপতির এই বেলাগাম বক্তব্যের জন্য পুলিশ কোলাঘাট থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে স্বত:প্রণোদিতভাবে মামলা দায়ের করেছে।পুলিশ বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সেই হুশিয়ারীর বক্তব্যের জন্য এই মামলা করেছে বলে জানা যাচ্ছে।দিলীপ ঘোষ সেদিন বলেন, তৃণমূল কংগ্রেসের নেতা, পুলিশ কাউকে ছাড়বেন না। তাদের মারবেন, ফেলে দেবেন, যদি সেটা করতে না পারেন তাহলে বুঝবো আপনারা বিজেপির কর্মী নয়।রাজ‍্যের মন্ত্রী ও তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ‍্যে শান্তি রয়েছে।উনি রাজ‍্যে হিংসায় উস্কানি দিয়ে অস্হিরতা তৈরী করতে চাইছেন।মানুষ মমতার পাশেই রয়েছেন।ওনার স্বপ্ন পূরণ হবে না।সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, উনি বাংলার সংস্কৃতি জানেন না।