Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভোটের আগে বিমল গুরুংয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করল রাজ্য সরকার, তৃণমূলকে সমর্থন এর পুরস্কার নয় তো?

Updated :  Saturday, February 20, 2021 8:00 PM

বিধানসভা ভোটের আগে তৃণমূলকে সমর্থন করার জন্য পুরস্কার পেলেন বিমল গুরুং (Bimal Gurung)। এবারে ৩টি জেলায় বিমল গুরুংয়ের বিরুদ্ধে ৭০টি মামলা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তবে ইউপিএ এবং খুনের অভিযোগে মামলা রয়েছে সেই মামলা কিন্তু প্রত্যাহার করা হচ্ছে না। যদিও রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে সিপিএম এবং বিজেপি। মন্ত্রী গৌতম দেব এই নিয়ে মন্ত্রী গৌতম দেব (Goutam Deb)এ নিয়ে কোন মন্তব্য করতে চাননি।

২০১৭ সালে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়ে অশান্তি শুরু করেন বিমল গুরুং। তখন তাদের বিরুদ্ধে খুন, সরকারি সম্পত্তি নষ্ট, হিংসা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। ইউ পি এ ধারা এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এর মধ্যে শামিল ছিল। গ্রেপ্তারি থেকে বাঁচার জন্য ৩ বছরের বেশি সময় ধরে আত্মগোপন করেছিলেন বিমল গুরুং। সম্প্রতি বিমল গুরুংয়ের সন্ধানে তল্লাশি চালানোর জন্য দার্জিলিঙে গুলিবিদ্ধ হয়েছিলেন এসআই অমিতাভ মালিক।

তারপরে গত অক্টোবর মাসে আচমকাই আত্মপ্রকাশ করলেন বিমল গুরুং। সল্টলেকে গোর্খা ভবনের সামনে তাকে প্রথমবার দেখা গেল। তারপরে সাংবাদিকদের কোন পশ্নের উত্তর না দিয়ে তিনি গাড়ি ঘুরিয়ে কলকাতার একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করলেন। তৃণমূলকে সমর্থন করার কথা তিনি ঘোষণা করলেন। এবং তারপরেই তার বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নেওয়ার ঘটনা ঘটলো। প্রসঙ্গত, ইতিমধ্যেই পাহাড়ের বিভিন্ন প্রান্তে বিমল গুরুং তৃণমূলের সমর্থনে জনসভা করতে শুরু করেছেন। তাই রাজনৈতিক মহলের ধারণা, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে সমর্থন এর পুরস্কার পেলেন বিমল গুরুং।