পশ্চিমবঙ্গের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে। কিন্তু এই পরীক্ষায় মূল্যায়ন কিভাবে হবে সেটার ব্যাপারে এখনো পর্যন্ত না পর্ষদ না সংসদ কেউ কিছু জানায়নি। তবে তার মধ্যেই এই দুটি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা জানিয়ে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানিয়ে দিলেন, জুলাই মাসের মধ্যেই এই দুটি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এ বিষয়টি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানিয়ে দিলেন করণা পরিস্থিতিতে চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া একেবারেই সম্ভব নয়। তাই ঝুঁকি এড়িয়ে পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তিনটে ইমেইল আইডি দেওয়া হয়েছিল স্কুল শিক্ষা দপ্তরের থেকে। সেখানে আসা সকলের মতামত বিবেচনা করেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার পরীক্ষার ফল ঘোষণার সময় জানিয়ে দেওয়া হল। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন আগামীকাল মূল্যায়নের পদ্ধতি সম্পূর্ণরূপে জানিয়ে দেবে রাজ্য সরকার।
তবে পরীক্ষা বাতিল হওয়ার পরে সংসদ এবং পর্ষদ কয়েক দফা বৈঠক করেছে এই মূল্যায়ন পদ্ধতি নিয়ে। ইতিমধ্যে আদালতের তরফে সিবিএসই পরীক্ষার সম্ভাব্য ফল প্রকাশের পদ্ধতি ঘোষণা করে দেওয়া হয়েছে। সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে দশম শ্রেণি থেকে ৩০ শতাংশ নম্বর একাদশ শ্রেণি থেকে ৩০ শতাংশ নম্বর এবং দ্বাদশ শ্রেণীর কোন একটি পরীক্ষা থেকে ৪০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণীর মার্কশিট তৈরি করা হবে। এবার এটাই দেখার, আগামীকাল রাজ্য সরকার এবং রাজ্যের পর্ষদ এবং সংসদ রাজ্যের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কিভাবে নির্ধারণ করে।