কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জেলায় সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই অনুযায়ী সন্ধ্যার দিকে দেখা গেল বৃষ্টি। সেইসঙ্গে কোন কোন জায়গায় ব্যাপক ঝড় এবং গাছ পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। সেই সাথে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।
সোমবার বিকেল হতে না হতেই কলকাতা সহ হাওড়ার নদিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় আকাশ কালো করে বৃষ্টি আসতে দেখা যায়। বৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান জেলাতে। পূর্ব বর্ধমানের ভাতার বাজার এলাকায় রোড শো করে মঙ্গলকোটের নতুনহাটের সভাস্থলে যাচ্ছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পথে বৃষ্টির দাপটে তার কনভয় আটকে পড়ে। রাস্তার ধারে গাছ পড়ে থাকতে দেখা যায়। ভেঙে পড়ে একটি তোরণ।
একই ছবি দেখা গিয়েছে হুগলি এবং মেদিনীপুর জেলায়। সেখানে এলোমেলো ঝড়ের সাথে বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭° সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১° ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।














Melissa McCarthy Debuts Dramatic Transformation During Sixth ‘SNL’ Hosting Gig