Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ind vs Aus World Cup 2023: ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, ফাইনাল ম্যাচের জন্য বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত ভারতীয় রেলের

Updated :  Saturday, November 18, 2023 4:07 PM

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামীকাল বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়াম তথা গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামীকাল ২২ গজ কাঁপাবেন ভারতীয় ক্রিকেটাররা।

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত দল হিসেবে ফাইনাল খেলা নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে, বিশ্বকাপের শুরুতে টানা দুটি ম্যাচে পরাজয়ের পর অবিশ্বাস্যভাবে প্রত্যাবর্তন করেছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে চলতে বিশ্বকাপে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে অজি বাহিনী।

আগামীকাল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে ইতিমধ্যে উত্তেজনা শুরু হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সমস্ত কাজ ফেলে বিশ্বকাপের ফাইনাল স্টেডিয়ামে বসে উপভোগ করতে ইতিমধ্যে গুজরাটের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন অনেকেই। তবে সীমাবদ্ধ ট্রেন এবং প্লেনের ভাড়া অত্যাধিক হওয়ার কারণে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন অনেকেই।

এবার সেই সমস্ত ক্রিকেটপ্রেমীদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ক্রিকেটপ্রেমীদের দুশ্চিন্তা দূর করণে আজ দিল্লি থেকে আমেদাবাদের উদ্দেশ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। যেখানে মাত্র ৬২০ টাকা ব্যয় করে দিল্লি থেকে আহমেদাবাদে পৌঁছাতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। আমরা আপনাদের বলি, শুধুমাত্র দিল্লি থেকে আমেদাবাদের উদ্দেশ্যে নয়, মুম্বাই থেকে বিশ্বকাপের জন্য দুটি বিশেষ ট্রেন চালানোরও সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।