বিতর্ক এবং বলিউড অভিনেত্রী পুনম পান্ডে যেন সমার্থক শব্দ। বিতর্কিত মন্তব্যের জেরে বরাবরই সংবাদ শিরোনামে থাকেন বলিউডের লাস্যময়ী সুপার হট অভিনেত্রী পুনম পান্ডে। একাধিকবার নিজের মন্তব্য এবং কাজের জন্য তিনি শিরোনামে উঠে আসেন। এই পুনম পান্ডেকে চেনেন না, এমন মানুষের সংখ্যা আমাদের দেশে হয়তো খুব কম হবে। ২০১১ সালে বিশ্বকাপ ফাইনাল চলাকালীন বিতর্কিত মন্তব্য করে প্রথম ডার্ক লাইমলাইটে এসেছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট দলকে চিয়ার করতে গিয়ে তিনি বলেছিলেন, “যদি ভারতীয় ক্রিকেটাররা বিশ্বকাপ জয় করতে পারেন, তাহলে তিনি প্রকাশ্যে নগ্ন হবেন।” অবশ্য এমন কাজের অনুমতি দেয়নি বিসিসিআই।
তবে এই বিতর্ক হওয়ার অনেক বছর কেটে যাওয়ার পরও সকলের মনে একটা প্রশ্ন ছিল হঠাৎ করে এমন মন্তব্য কেন করেছিলেন পুনম পান্ডে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের মুখে জানিয়েছেন কেন এমনটি বলেছিলেন তিনি। তিনি বলেছেন, “২০১১ সালে তিনি জনপ্রিয়তা পাওয়ার জন্য এমনটি করেছিলেন। আসলে ওই সময় তিনি অভিনেত্রী হিসেবে তেমন কোনো কাজ করেননি। এছাড়া তিনি ইন্ডাস্ট্রির বাইরের একজন ছোট মডেল ছিলেন। সেইসময় বড়মাত্রায় নিজের নাম ছড়িয়ে দেওয়ার জন্য এমন মন্তব্য করেছিলেন তিনি।”
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে এমএক্স প্লেয়ার ও অল্ট বালাজিতে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো, “লক আপ”। এই রিয়েলিটি শোতে প্রতিযোগী হিসেবে রয়েছেন পুনম পান্ডে। একতা কাপুরের প্রযোজনায় আসছে এই রিয়েলিটি শো। এতে কঙ্গনাকে একজন জেলারের ভূমিকায় দেখা যাবে এবং তিনি অনুষ্ঠানটি পরিচালনা করবেন। মোট ১৬ জন প্রতিযোগী থাকবেন যার মধ্যে ১২ জনের নাম এখনও অজানা।
এই রিয়েলিটি শো শুরু হওয়ার আগে অবশ্য আবারও বিতর্কে জড়িয়েছেন পুনম পান্ডে। জামার চেইন খোলার পোস্টার দেখে অনেকেই নিন্দা করেছেন এই শোয়ের। তবে এই প্রসঙ্গে বেশি উৎসাহিত পুনম পান্ডে। তিনি বলেছেন, “আমি দারুণ উৎসাহিত এটা জানানোর জন্য যে আমি ভারতের সবচেয়ে বিতর্কিত শো লকআপে অংশ নিতে চলেছি। সেখানে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস পেতে অনেক কঠিনতার সম্মুখীন হতে হবে। জানি না আমার সাথে কি হতে চলেছে।”














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside