‘মায়ের প্রসাদ খেলে করোনা হবে না’, করোনা মোকাবিলায় অদ্ভুত মন্তব্য দিলীপ ঘোষের
প্রথম থেকেই বরাবরই বিতর্কের শীর্ষে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মাঝেমধ্যেই অদ্ভুত মন্তব্যের জন্য তিনি বিতর্কিত হন নানান মহলে। এদিন এগরা জনসভা থেকে এমনই এক বিতর্কিত মন্তব্য করলেন দিলীপ ঘোষ, জনসাধারণের উদ্দেশ্যে। এদিন তিনি করোনা ভাইরাস মোকাবিলার প্রসঙ্গে বলেন, “মায়ের প্রসাদ খেলে করোনা হবে না।” তার এই মন্তব্য ঘিরে চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে।
বর্তমানে দেশে আস্তে আস্তে ছড়াচ্ছে করোনা ভাইরাস। ভারতে এখনোও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৭। যাকে মোকাবিলা করতে রীতিমতো হিমসিম খাচ্ছে ভারত সরকার। যা যথেষ্টই উদ্বেগের বিষয়। চীনে হুহু করে বেড়েছে মৃত ও আক্রান্তের সংখ্যা। এই মারণ ভাইরাস এতটাই দ্রুত ছড়িয়ে পড়ছে যার ফলে বৈজ্ঞানিকরা গবেষণার মাধ্যমে এর গতিবিধি লক্ষ্য করতে নাজেহাল হয়ে পড়ছেন। এমনই ঘোর সংকটে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এই মন্তব্য করলেন। যার ফলে নানা মহলে বিতর্ক শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন : করোনা আতঙ্ক : ৫৮ জন ভারতীয়কে নিয়ে দেশে ফিরল বায়ুসেনার বিমান
এর আগে তিনি নয়া নাগরিকত্ব আইন ও ‘গরুর দুধে সোনা’ বিষয়ক মন্তব্য করেছেন। যার ফলে নিন্দার ঝড় ওঠে বিরোধী মহলে। এদিন মঙ্গলবার এগরার সভা থেকে দিলীপ ঘোষ জনসাধারণের উদ্দেশ্যে বলেন, “যে সব দেশ চাঁদ-সূর্যে পৌঁছে গিয়েছে তাঁরা নাকি করোনার ভয়ে ঘরে আটকে! এখানে কারোর মধ্যে করোনা ছড়াবে না, কারণ আমাদের মাথায় ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। মায়ের প্রসাদ খেলে করোনা হওয়ার প্রশ্নই নেই।” এই মন্তব্যের পরেই বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক।