নিউজরাজ্য

ডেঙ্গি প্রতিরোধে কড়া বার্তা, কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী

Advertisement

বর্তমান সময়ে ডেঙ্গি ভয়ঙ্কর রূপ ধারন করেছে। এই ডেঙ্গি প্রতিরোধের জন্য প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার, মালদা কলেজের অডিটোরিয়ামে জেলা প্রশাসনিক বৈঠকে ডেঙ্গি প্রতিরোধের জন্য প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ, কেউ যদি বাড়িতে ঢুকতে না দেয়, তাহলে দরজা ভেঙে সেই বাড়িতে ঢুকবে প্রশাসনের লোকেরা। বাড়ির মধ্যে জমা জল থাকলে তা পরিষ্কার করা হবে, যার সমস্ত খরচ বহন করবে বাড়ির মালিক।

কঠোর নির্দেশের পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, ১৯৯৫ সালে ম্যালেরিয়ার প্রকোপে রাজ্যে ৯৫ জনের মৃত্যু হয়েছিল। যেখানে ২০০৮ সালে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১০৪। এবছর রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যা ২৩, যা অন্যান্য বছরগুলির তুলনায় অনেক কম। তবে এই মৃত্যু কাম্য নয়।

এদিন ডেঙ্গি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন। এর কারন, বিএসএফ সহ অন্যান্য প্রশাসনিক অফিসগুলিতে প্রশাসনের লোকজনদের ঢুকতে দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রী বলেন, ওরা নিজেরা পরিষ্কার করবে না এবং অন্যকেও পরিষ্কার করতে দেবে না।

ওদের দোষের জন্য অন্যরা ভুগবে কেন। ডেঙ্গি বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুবই সাবধান হওয়ার নির্দেশ দিচ্ছেন রাজ্যবাসীকে। তার মতে কোনোরকম ডেঙ্গির লক্ষন নজরে এলেই সরকারি অথবা বেসরকারি হাসপাতালে যোগাযোগ করুন।

Related Articles

Back to top button