Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়ে মেসির ফেয়ারওয়েল বার্তার উত্তর দিলেন সুয়ারেজ

Updated :  Saturday, September 26, 2020 1:34 PM

বার্সেলোনা: সম্প্রতি দীর্ঘ বেশ কয়েকটি মরশুমে বার্সেলোনার হয়ে খেলা উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ তাঁর এই প্রিয় ক্লাব ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন। তবে ক্লাব ছেড়েছেন বললে ভুল বলা হবে তাঁকে। ক্লাব থেকে কার্যত পত্রপাঠ বিদায় করা হয়েছে। তবে সুয়ারেজ চোখের জলে বার্সেলোনাকে বিদায় নিলেও বার্সেলোনা কর্তৃপক্ষদের এতটুকু অনুশোচনাবোধ চোখে পড়েনি। তবে সুয়ারেজকে ফেয়ারওয়েল বার্তা দিয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থ লিওনেল মেসি। তাই সুয়ারেজকে উদ্দেশ্য করে এক ফেয়ারওয়েল বার্তা পাঠিয়েছেন তিনি। আর এবার সেই বার্তার উত্তর দিয়েছেন উরুগুয়ের স্ট্রাইকার।

সুয়ারেজ মেসির বার্তার উত্তরে বলেছেন, ‘ধন্যবাদ বন্ধু, তোমার এই মূল্যবান কথাগুলো বলার জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাই। প্রথম দিন থেকে তুমি যেভাবে আমার এবং আমার পরিবারের সঙ্গে জড়িয়ে ছিলে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি ধন্য যে মানুষ মেসিকে আমি পাশে পেয়েছি। ফুটবল মেসিকে তো সবাই চেনে। কিন্তু মানুষ মেসি আরও বেশি মজার এবং সংবেদনশীল। এভাবেই সুয়ারেজ মেসি বার্তার জবাব দিয়েছেন, যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

বার্সেলোনায় মেসি-সুয়ারেজ ছিলেন অভিন্ন হৃদয়। কিন্তু সেই জুটিতে ভাঙন ধরিয়েছেন বার্সেলোনার নতুন কোচ রোনাল্ডো কোম্যান। তাঁকে দল বাছতে স্বাধীনতা দেওয়ার পরেই তিনি কার্যত সুয়ারেজকে দল থেকে ছেটে ফেলেছেন। তবে বার্সেলোনা থেকে বিদায় নিলেও অ্যাটলেটিকো মাদ্রিদে একইভাবে নিজের পারফরম্যান্স দেখিয়ে যাবেন তিনি এমনটাই বলে আশাবাদী তাঁর ভক্তরা।