Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ইউভান তখন পেটের ভেতর, অন্তঃসত্ত্বাকালীন ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল শুভশ্রী

Updated :  Tuesday, October 6, 2020 4:14 PM

কিছুদিন আগেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী। স্বাভাবিকভাবেই মা হওয়ার পর প্রতিটি মেয়ের শারীরিক পরিবর্তন আসে।শুভশ্রীর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। সম্প্রতি শুভশ্রী নিজের ইন্সটাগ্রামে গর্ভধারণের আগেকার টোনড বেলি এবং মা হওয়ার সময়ের বেবি বাম্পের ছবি শেয়ার করেছেন। নিচে ক্যাপশন দিয়েছেন ‘ফ্রম দিস টু দিস,লেটস সি হোয়াট হ্যাপেন নেক্সট ‘।

শুভশ্রীর এই পোস্টে অনেকগুলি হার্টের ইমোজি দিয়েছেন রাফিয়াত রাশিদ মিথিলা। সম্প্রতি রাজ-শুভশ্রীর পুত্রসন্তান ইউভানের জন্ম হয়েছে। আপাতত তাকে নিয়েই দিনের অধিকাংশ সময় কেটে যাচ্ছে অভিনেত্রীর। কবে আবার কাজে ফিরতে পারবেন বা আদৌ ফিরবেন কিনা ,কেউ জানেন না। মফস্বল শহরের সাধারণ পরিবার থেকে উঠে আসা শুভশ্রী অনেক লড়াই করে টলি টাউনে তাঁর পরিচিতি তৈরী করেছিলেন। দর্শকের কাছে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

শুভশ্রীর সঙ্গে অভিনেতা দেবের সম্পর্ক বহুদিন থাকলেও একসময় তাঁদের ব্রেক-আপ হয়ে যায়। তারপর থেকে দীর্ঘ দিন শুভশ্রী সিঙ্গল ছিলেন। রাজ ও মিমির ব্রেক-আপের পর শুভশ্রীকে বিয়ে করেন রাজ।কিছুদিন আগে তাঁদের একমাত্র পুত্রসন্তানের জন্ম হয়।