Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কপালে ভর্তি সিঁদুর, বিছানায় লাল-সাদা শাড়িতে শুভশ্রী, মা হওয়ার পর প্রথম ছবি শুভশ্রীর, মুহূর্তে ভাইরাল

Updated :  Thursday, September 24, 2020 10:45 PM

মাতৃত্ব বেশ ভালরকম ভাবেই উপভোগ করছেন টলিউডের গ্ল্যামার গার্ল শুভশ্রী। ১২ ই সেপ্টেম্বরের আগে থেকেই নিজের একাধিক ছবি শেয়ার করেছেন রাজ-শুভশ্রী। বিয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভীষণ একটিভ এই দম্পতি। তাইতো ইউভান ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই চরম চর্চিত হচ্ছেন এই কাপল। সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়ে গেছে ইউভানের ফ্যানক্লাব। পরিচালক রাজ একের পর এক ভিডিও ও ছবি শেয়ার করছেন ছেলেকে কোলে নিয়ে। তাই আর বলার অপেক্ষা রাখে না যে কতটা ভালো আছেন এই দম্পতি।

এবারে ছেলের পর শুভশ্রী তাঁর এক পুরনো ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন। ছবিটি তাঁর বিয়ের পরের দিনের। যেখানে কপাল ভর্তি ধ্যাবড়ানো সিঁদুর নিয়ে প্রিয় পোষ্যকে আলিঙ্গন করছেন শুভশ্রী এবং উইশ করলেন আ ভেরি গুড মর্নিং।

 

View this post on Instagram

 

Very good morning ❤️

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

প্রিয় পোষ্যর সঙ্গে ছবি শেয়ার করার আগে ছেলের পায়ে চুম্বন দিয়েও ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

এই দুটি ছবি শেয়ার করার পর বেশ ভালোই বোঝা যাচ্ছে যে অভিনেত্রী তাঁর দুই ক্ষুদে সন্তানদের নিয়ে বহাল তবিয়তে আছেন।