স্ত্রী আম্রপালিকে ছেড়ে শুভি শর্মার সঙ্গে হানিমুন সেলিব্রেট নিরহুয়া’র, দেখুন রগরগে রোম্যান্স (VIDEO)

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে আম্রপালি-দীনেশ লাল যাদব নিরহুয়া'র জুটি অসাধারণ। এদের রোম্যান্স দেখার জন্য দর্শকরা হন্যে হয়ে থাকে। এদের ভিডিও প্রায় সময় ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তবে, এবারে আম্রপালির নয়, নিরহুয়া (Dinesh…

Avatar

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে আম্রপালি-দীনেশ লাল যাদব নিরহুয়া’র জুটি অসাধারণ। এদের রোম্যান্স দেখার জন্য দর্শকরা হন্যে হয়ে থাকে। এদের ভিডিও প্রায় সময় ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তবে, এবারে আম্রপালির নয়, নিরহুয়া (Dinesh Lal Yadav Nirahua) ও শুভি শর্মার (Subhi Sharma) রোম্যান্টিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে এখনও ‘নিরহুয়া হিন্দুস্তানি 3’ ভীষণ হিট। ২০১৮ তে ‘নিরহুয়া হিন্দুস্তানি 3’ মুক্তি পেলেও এখনও সোশ্যাল মিডিয়ায় এর কিছু কিছু ক্লিপিং, ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

ইদানিং, ‘নিরহুয়া হিন্দুস্তানি 3’ এর একটি গানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে নিরহুয়া ও শুভি শর্মাকে রগরগে রোম্যান্স করতে দেখা গিয়েছে। ভিডিওতে শুভি শর্মা ভীষণ হট দেখাচ্ছে। ফুলশয্যার খাটে শুভি একটি পিঙ্ক নাইট ড্রেস পরে নিরহুয়াকে উত্তেজিত করার চেষ্টা করছে। নিরহুয়া নিজেও নিজেকে সামলাতে না পেরে শুভির সঙ্গে রোম্যান্স মত্ত হয়ে যায়। আপনি ভিডিওটি একবার দেখলে বারবার দেখতে চাইবেন।

রোমান্টিক গান ‘পালা মে লাগা কে কাদি’ (Pala Mein Laga Ke Kadi) -তে, গানটি আপনি দেখতে পাবেন ইউটিউবে। এই গানটি এখন ভাইরাল। জানিয়ে রাখি গানটির কথা লিখেছেন শ্যাম দেহাতি এবং সঙ্গীত দিয়েছেন রজনীশ মিশ্র। ‘নিরহুয়া হিন্দুস্তানি 3’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে আম্রপালি, নিরহুয়া এবং শুভ শর্মাকে। তাহলে আর দেরি কেন, দেখুন শুভি ও নিরহুয়া’র হট বেডরুম দৃশ্য।