কলকাতানিউজ

টাস্ক ফোর্সের আকস্মিক অভিযান বাজারে, অসাধু ব্যবসায়ীদের কারচুপি উঠে এলো প্রকাশ্যে

Advertisement

আগুন পড়েছে মধ্যবিত্তের হেঁসেলে। আলু, পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন ধরণের সব্জির হু হু করে বেড়েছে দাম। বাজারে গিয়ে নাভিশ্বাস অবস্থা গৃহস্থের। বাজারমূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধিতে চিন্তায় মুখ্যমন্ত্রী কাল টাস্ক ফোর্সের সাথে বৈঠক করেছিলেন। কাল বৈঠকের পর আজ টাস্ক ফোর্স বাহিনী বাজারে হানা দিলে মূল্যবৃদ্ধি নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ।

বাজারমূল্য বৃদ্ধি মধ্যবিত্তের পাশাপাশি প্রশাসনকে ভাবতে বাধ্য করেছিলো। যার ফলে গতকাল নবান্নে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সের আধিকারিক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকের সাথে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে সব্জির দর বৃদ্ধিতে মুখ্যমন্ত্রী বুলবুলের দাপটে ক্ষতির পাশাপাশি বিভিন্ন অসাধু ব্যবসায়ী চড়া দামে সব্জি বিক্রি করছে বলে দাবি করেছিলেন। বাজারে যে দামে সব্জি বিক্রি হচ্ছে কৃষকদের কাছ থেকে সেই দামে ক্রয় করা হচ্ছে না বলে তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন। আজ টাস্ক ফোর্সের বাহিনী হঠাৎ বাজার অভিযানে মুখ্যমন্ত্রীর সন্দেহ সঠিক তা প্রমাণিত হল।

কাল বৈঠকের পর আজ টাস্ক ফোর্স বাহিনী বাজারে হানা দেয়। বাজারমূল্য বিশ্লেষণ করে দেখা যায় যে কিছু অসাধু ব্যবসায়ী চড়া দামে সব্জি বিক্রি করছে যার ফলে ওই সব্জি কেনা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। কাল বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে যদি কোনো প্রকারে খবর পাওয়া যায় বাজারমূল্য বৃদ্ধিতে কোনো ফাঁক ফক্কর রয়েছে তাহলে অবিলম্বে ফড়েদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।

ঠিক তেমন আজ টাস্ক বাহিনীর হঠাৎ বাজার অভিযানে কিছু অসাধু ব্যবসায়ী ধরা পড়লে তাদের ফোন নম্বর সহ নাম নেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়। শুধু আজ নয় যতদিন পর্যন্ত বাজারমূল্য স্বাভাবিক পর্যায়ে আসবে ততদিন অবধি টাস্ক ফোর্সের বাহিনী প্রতিটি বাজারে তাদের অভিযান অব্যহত রাখবে বলে সূত্রের খবর।

Related Articles

Back to top button