ক্রিকেটখেলানিউজ

হঠাৎ ভারতীয় ক্রিকেটের প্রশংসা ইমরানের গলায়, কিন্তু কেন?

Advertisement

ইসলামাবাদ: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিপক্ষে টেস্ট (Test) সিরিজে পাকিস্তান (Pakistan) ২-০ ব্যবধানে জিতেছিল। দক্ষিণ আফ্রিকার দলটি প্রায় ১৪ বছর পর পাকিস্তান সফর করছে। অপরদিকে, টি-২০ সিরিজেও বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) বলেছেন, ক্রিকেট কাঠামোর উন্নতি না করায় পাকিস্তান বিশ্ব ক্রিকেটে আধিপত্য বিস্তার করতে পারেনি। এর পাশাপাশি প্রশংসা করলেন ভারতীয় ক্রিকেটের।

রবিবার ইসালামাবাদে সাংবাদিক বৈঠকে ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান বরাবরই ভাল দল হওয়া সত্ত্বেও বিশ্বমানের দলকে  হারাতে পারে না শুধুমাত্র ক্রিকেট পরিকাঠামোর অভাবে৷ আজ ভারতকে দেখুন, তারা বিশ্বের শীর্ষস্থানীয় দল হয়ে উঠছে, কারণ তারা তাদের কাঠামোর উন্নতি করেছে, যদিও আমাদের আরও প্রতিভা রয়েছে। সত্যি বলতে আমি ক্রিকেটের জন্য সময় বার করতে পারি না৷ এমনকী ম্যাচও দেখা হয় না৷ তবে ওদের প্রশংসা না করে পারছি না।’

কিন্তু আশা করি আমাদের বেসিক ক্রিকেট পরিকাঠামো বদলেছে৷ সব কিছুর উন্নতি হবে ধীরে ধীরে৷’ উল্লেখ  ইমরান পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্যাট্রন-ইন-চিফের সাম্মানিক পদে বহাল আছেন৷ কিন্তু ব্যস্ততার জন্য সময় দিতে পারেন না বলেই জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী।

Related Articles

Back to top button