Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Suhana Khan: চাই ‘সেক্সি ফিগার’, জিমের পোশাকে হট পোজে সুহানা খান

Updated :  Tuesday, June 22, 2021 3:20 PM

বলিউডের একাধিক স্টারকিডের মধ্যে এই স্টারকিড পেজ থ্রির পাতায় বরাবর শিরোনামে থাকেন। তিনি হলেন শাহরুখ কন্যা সুহানা খান। সম্প্রতি জীবনের ২০ টি বসন্ত পার করে ফেলেছেন শাহরুখ তনয়া। গত মাসেই ২১ -শে পা দিয়েছেন সুহানা। সময় যত এগোচ্ছে ততই যেন সেক্সি হয়ে উঠছেন বলিউডের বাদশার এই কন্যা বয়স মাত্র ২১ আর তাতেই নিজের শরীরী প্রদর্শনে, নিজের রুপে আর চোখের এক্সপ্রেশনে বহু তাবড় তাবড় অভিনেত্রীদেরও পিছনে ফেলে দিতে পারেন গৌরি খানের এই মেয়ে।

বর্তমানে সুহানা নিজের পড়াশোনার জন্য রয়েছে নিউ ইয়র্কে। মা বাবাকে ছাড়াই নিজের ২১ তম জন্মদিন বিদেশেই কাটিয়েছেন। মুম্বইয়ের ধীরুভাই আম্বানী ইনসটিটিউশন থেকে স্কুলের পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজের পর এখন নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সিনেমা নিয়ে পড়াশুনা করেছেন সুহানা। ভবিষ্যতে এই তারকা কন্যা নিজের পড়াশোনা শেষ করে ফিল্ম ইন্ড্রাস্টিতে পা রাখবেন। তার জন্যই চলছে নানান প্রস্তুতি।

সুহানা ইতমধ্যে একটি শর্ট ফিল্ম ‘দ্য গ্রে পার্ট অফ ব্লু’তে অভিনয় করে ফেলেছেন । এছাড়া ফ্যাশনিস্তা ও মডেল হিসেবেও বলিউড আর সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ খ্যাতি অর্জন করেছেন এই স্টারকিড। ২১ বছর বয়সে ইনস্টাগ্রামে ১.৭ মিলিয়মের বেশি ফলোয়ার রয়েছে। নিজের অনুরাগীদের জন্য নিয়মিত সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন ছবি শেয়ার করে থাকেন শাহরুখকন্যা। আর তা ভাইরাল হতে বেশি সময় লাগেনা।

সম্প্রতি গত রবিবার ছিল ফাদার্স ডে। দূরে থাকলেও বাবা মেয়েকে প্রতি মুহূর্ত মনে পড়ে। তাই তো এই বিশেষ দিনে সুহানা কালো-সাদা ছবি শেয়ার করলেন। ছোট্ট সুহানাকে চুমু খেতে দেখা গেল শাহরুখকে। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে সুহানা লেখে, ‘ফাদার্স ডে’। সঙ্গে জুড়ে দেন ভালবাসার ইমোজি। এই দিন আরো কিছু ছবি ইন্সটা স্টোরিতে শেয়ার করেন সুহানা। বন্ধুদের সঙ্গে আউটিংয়ে গিয়েছিলেন সুহানা খান। কালো উইনচেটারের সঙ্গে ফুল স্লিভ টপ করে সাদামাটা লুকে ধরা দিয়েছেন তিনি। বন্ধুদের সঙ্গে একাধিক ছবি ভেসে উঠেছে এই দিন।

বন্ধুদের সাথে আউটিং করেই সোমবার চললেন জিমে। এই দিনে সোমবার ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন একটি ছবি পোস্ট করেন সুহানা খান। স্পোর্টস ব্রার সঙ্গে ট্রাক প্যান্ট চুলটা পোনি টেইল করে বাঁধা এই লুকে জিমে উপস্থিত হন অভিনেত্রী। জিমে ফটোসেশন সেরেছেন এই স্টার কিড। জিমে মিরর সেলফিতে সামনে একাধিক ওজনের ডামবেল কারোর নজর এড়ায়নি। পড়াশোনার সাথে শরীরচর্চাতে মন দিয়েছেন অভিনেত্রী। বছর ২১-এর সুহানাকে জিমে একাই দেখা গেছে। সেই ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে। 

Suhana Khan: চাই 'সেক্সি ফিগার', জিমের পোশাকে হট পোজে সুহানা খান