মরু শহরে উষ্ণতা ছড়াচ্ছে শাহরুখ-কন্যা সুহানা, ভাইরাল ছবি

দুবাই এমনিতেই জাঁকজমক শহর। এবারে সেখানে চলছে কোটি কোটি টাকার রাজকীয় ক্রিকেট খেলা। চলছে আইপিএল ২০২০। এই খেলার সুবাদে শাহরুখ-কন্যা সুহানা রয়েছেন মরু শহরে। পোস্ট করছেন নিজের হটকে ছবি। লকডাউন…

Avatar

দুবাই এমনিতেই জাঁকজমক শহর। এবারে সেখানে চলছে কোটি কোটি টাকার রাজকীয় ক্রিকেট খেলা। চলছে আইপিএল ২০২০। এই খেলার সুবাদে শাহরুখ-কন্যা সুহানা রয়েছেন মরু শহরে।

পোস্ট করছেন নিজের হটকে ছবি।

লকডাউন উঠে যাওয়ার পর বাবা-মায়ের সঙ্গে দুবাইতে পাড়ি দেন সুহানা।

এখনও পর্যন্ত সুহানার যে কটি ছবি শেয়ার করেছেন তার প্রত্যেকটি ভাইরাল।

কালো পোশাক আর ডেনিম জিন্সের হট প্যান্ট পড়ে রীতিমত উষ্ণতা ছড়াচ্ছেন সুহানা।