Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Suhana Khan: আরিয়ান গ্রেফতার হওয়ার পর প্রথম ইনস্টাগ্রাম পোস্ট সুহানার, মায়ের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা সুহানার

Updated :  Friday, October 8, 2021 12:00 AM

আজ শাহরুখ পত্নী তথা চলচ্চিত্র প্রযোজক, ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানের জন্মদিন। তবে অন্যবারের থেকে এবারের জন্মদিন সেভাবে স্পেশ্যাল নয়। কারণ গৌরি আর শাহরুখের বলে বড় ছেলে আরিয়ান খান রয়েছেন এখন জেল হেফাজতে। মাদক কান্ডের জেরে বৃহস্পতিবার ও জামিন পাননি তিনি। এহেন পরিস্থিতিতে ‘মন্নত’-এ যে জন্মদিন উদ্‌যাপনের আসর বসবে না, তা বলার আদ অপেক্ষা রাখে না। কিন্তু এই কঠিন সময়ে মাকে বিশেষ দিনের কথা সকলকে মনে করিয়ে দিলেন তাঁর কন্যা সুহানা খান।

এদিন মায়ের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন সুহানা খান। বর্তমানে সুহানা নিজের পড়াশোনার জন্য রয়েছে নিউ ইয়র্কে। বাড়ির এই বিপদে মুম্বাই আসতে না পারলেও বিদেশে থেকেও দাদার জামিনের চিন্তায় ঘুম উড়েছে দিদির ও। সুহানা আজ দাদা আরিয়ান খান গ্রেফতারির পর মায়ের জন্মদিনে সামাজিক মাধ্যমে প্রথম পোস্ট করলেন। গৌরীর জন্মদিনে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি বিশেষ ছবি পোস্ট করেছেন সুহানা।

নব্বইয়ের দশকের শাহরুখ-গৌরীর একটি সাদা-কালোতে মোড়া রোম্যান্টিক ছবি পোস্ট করেন তিনি। এই ছবিতে দেখা যাকে নিজের সগৌরীকে দু-হাতে আগলে রেখেছেন শাহরুখ, ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন মা’। তার সঙ্গে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন সুহানা। এই ছবি শেয়ার হতেই কমেন্ট বক্সে ভালোবাসা জানিয়েছে তুতো বোন আলিয়া ছিব্বার থেকে অনন্যা পান্ডে। তবে এই পোস্টে সুহানার বন্ধু আর কাছের মানুষ ছাড়া আর বহিরাগত কেউ মন্তব্য করতে পারবেনা।

কারণ এই মুহূর্তে আরিয়ানকে কেন্দ্র করে নানান কটূক্তি নোংরা কথা তাঁর পরিবারের দিকে ধেয়ে আসতে পারে, তা তিনি নিজের মাকে শুভেচ্ছা জানানোর পোস্টের মন্তব্য বাক্স বন্ধ করে রেখেছেন। অর্থাৎ কেউ সেখানে ইচ্ছে মতো মন্তব্য করতে পারবেন না। উল্লেখ্য, দিন সাতেক আগেই মাদক-কাণ্ডে গ্রেফতার হয়েছে শাহরুখ-গৌরি পুত্র আরিয়ান খান। দু’দফায় এনসিবি হেফাজতের পর বৃহস্পতিবার আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার পর্যন্ত এনসিবির হেফাজতেই রয়েছেন আরিয়ান সহ বাকি দুই অপরাধি। আজ এসপ্লানেড ম্যাজিস্ট্রেট কোর্টে তাঁদের জামিনের আবেদনের শুনানি রয়েছে।  শুক্রবার অর্থাৎ আজ সকাল ১১টায় সেই মামলার শুনানি রয়েছেম। গৌরী নিজের জন্মদিনে ছেলেকে আপাতত ঘরে ফেরার আশায় বসে আছেন।