Viral Video: ‘কাঁটা লাগা’ গানে দুরন্ত নাচে মাতালেন সুহানা খান, ভিডিও দেখুন এখন

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব সুহানা খান আবারও আলোচনায়। তাঁর নতুন নাচের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে উঠেছে ইনস্টাগ্রামে। সম্প্রতি পোস্ট করা রিল ভিডিওতে দেখা যাচ্ছে, জনপ্রিয় গান ‘কাঁটা লাগা’-র তালে প্রাণবন্ত নাচ করছেন তিনি। গানটি পুরনো হলেও সাম্প্রতিক ওয়েব সিরিজ Sunflower–এ সুনীল গ্রোভারের পারফরম্যান্সের পর এটি ফের দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। এবার সেই গানের হুক স্টেপে ঝড় তুললেন সুহানা।
গোলাপি পোশাকে নজরকাড়া পারফরম্যান্স
ভিডিওটিতে সুহানাকে গোলাপি রঙের টপ এবং কালো জিন্সে দেখা গিয়েছে। সহজ অথচ আকর্ষণীয় পোশাকে তাঁর নাচ দর্শকদের মন জয় করেছে। নাচের ভঙ্গিমায় আত্মবিশ্বাস ও স্বতঃস্ফূর্ততা প্রকাশ পেয়েছে। প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই ভিডিওটি নেটদুনিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনেকে প্রশংসা করেছেন তাঁর স্টাইল, আবার কিছু দর্শক পোশাক পছন্দ না হওয়ার মন্তব্যও করেছেন। তবে সমর্থনের সংখ্যাই বেশি।
দর্শকদের প্রতিক্রিয়া
ভিডিওর কমেন্ট বক্সে ইতিমধ্যেই ভেসে আসছে অসংখ্য ইতিবাচক প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, “সুহানার ডান্সে এক অন্যরকম এনার্জি আছে।” কেউ আবার বলেছেন, “গোলাপি পোশাকে একেবারে স্টানিং লাগছে।” এই প্রশংসাই প্রমাণ করে যে তাঁর ভক্তরা দিন দিন বেড়ে চলেছেন।
সোশ্যাল মিডিয়ায় শক্তিশালী উপস্থিতি
বর্তমানে সুহানার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ৫.৪ মিলিয়নেরও বেশি। তাঁর প্রতিটি নতুন ভিডিওর অপেক্ষায় থাকেন ভক্তরা। গত কয়েক বছরে তিনি কেবলমাত্র ডান্স ভিডিওর মাধ্যমেই বিশাল ফ্যানবেস তৈরি করেছেন। ক্রমে একজন প্রভাবশালী ইনফ্লুয়েন্সার হিসেবেও উঠে এসেছেন সুহানা।
ভাইরাল হওয়া নতুন ভিডিও
সাম্প্রতিক এই নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় একের পর এক শেয়ার হচ্ছে। অনেকেই হুক স্টেপ নকল করে রিল বানালেও, সুহানার ভিডিও জনপ্রিয়তায় সবার থেকে এগিয়ে। ভক্তরা মনে করছেন, এই আত্মবিশ্বাসী উপস্থাপনা তাঁকে আরও বড় সুযোগ এনে দেবে ভবিষ্যতে।
আঞ্চলিক ও পপ কালচারের সংযোগ
পুরনো হিট গান নতুন প্রজন্মের কাছে আবার জনপ্রিয় হয়ে উঠছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। আর সেই ধারাকেই আরও শক্তিশালী করলেন সুহানা খান। তাঁর ভিডিও একদিকে নস্টালজিক সুরকে নতুনভাবে উপস্থাপন করেছে, অন্যদিকে দর্শকদের নতুন বিনোদনের রসদও দিয়েছে।