করোনা ভাইরাস প্যানডেমিকের প্রভাবে গতবছর থেকে রীতিমতো নাজেহাল হতে হয়েছে বিশ্ববাসীকে। চলতি বছরের শুরুতে করোনা সংক্রমনের হার তলানিতে ঠেকতে সবাই প্রায় স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল। আবারো আগের মত কাজকর্ম এবং সাধারন জীবন যাত্রা শুরু করেছিল মানুষ। তবে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দেশজুড়ে রেকর্ড সংখ্যা পার করেছে দৈনিক সংক্রমনের। এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে দৈনিক করোনা সংক্রমণ ২ লাখ ৯৫ হাজারের গণ্ডি ছুঁয়েছে। বাংলাতেও সংক্রমণ হচ্ছে ১০ হাজারের কাছাকাছি।
এরমধ্যে আজ সকালে যাদবপুরে ভোট মিটে যাওয়ার পর করোনা আক্রান্ত হলেন সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। তার শরীরে মৃদু উপসর্গ দেখা গেলে তাকে গতকাল রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বুকে স্ক্যান করা হয়েছে। আসলে করোনার বাড়বাড়ন্ত যথেষ্ট উদ্বেগে ফেলছে রাজ্যবাসীকে। নির্বাচনের সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে নির্বাচনী প্রচার ও জনসভা। সেখানে মানুষ মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার তোয়াক্কা করছে না। তাই বর্তমানে প্রচন্ড পরিমানে ছড়িয়ে যাচ্ছে করোনা। সুজনবাবুর করোনায় আক্রান্ত হওয়ার খবরে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছে আলিমুদ্দিন মহল।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১ লা বৈশাখ বা ১৫ এপ্রিল করণায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সামরিক গঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। এছাড়াও করোনায় মৃত্যু হয়েছে আরএসপি পার্টি প্রদীপ নন্দী। বাকি রয়েছে আর ৩ দফা নির্বাচন। এছাড়া বীরভূম জেলার মুরারই এর বিধায়ক আব্দুর রহমানের করোনায় মৃত্যু হয়েছে।