Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Summer Holiday: ২৩ জুন পর্যন্ত বন্ধ রাজ্যের প্রতিটি স্কুল, গরমের ছুটি নিয়ে বড় ঘোষণা

Updated :  Saturday, May 11, 2024 6:09 PM

স্বস্তির নিঃশ্বাস ফেলল স্কুল পড়ুয়ারা। স্কুলে গরমের ছুটির (Summer Holiday) সময়সীমা ঘোষণা করল রাজ্য সরকার। রাজস্থানের সরকারি এবং বেসরকারি স্কুলে আগামী ১৭ মে থেকে গরমের ছুটি পড়ছে। আগামী ২৩ জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি স্কুলই বন্ধ থাকার নির্দেশিকা দেওয়া হয়েছে। রাজ্যের বার্ষিক অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ১৭ মে থেকে ২৩ জুন পর্যন্ত বন্ধ থাকবে স্কুলগুলি। সামার ভ্যাকেশন ক্যাম্পও এই সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।

প্রতিটি রাজ্যের স্কুলেই নির্দিষ্ট সময়ে পড়ে গরমের ছুটি। নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকে সরকারি এবং বেসরকারি স্কুলগুলি। পড়ুয়াদের কথা ভেবেই বার্ষিক ছুটির তালিকায় যুক্ত হয় গরমেও ছুটিও। রাজস্থানে আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে গরমের ছুটি। ২৩ জুন পর্যন্ত চলবে রাজ্যের প্রতিটি স্কুলেই চলবে এই ছুটি।

অন্যদিকে পশ্চিমবঙ্গে স্কুলগুলিতে গরমের ছুটি বাতিল করে ফের ক্লাস শুরু করার দাবি উঠেছে। প্রথমে মে মাস থেকে গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল। শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছিল, প্রাথমিক স্কুলে ছুটি থাকবে ১৩ মে থেকে ৩১ মে পর্যন্ত। আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে ছুটি থাকবে ৯ মে থেকে ২০ মে পর্যন্ত। কিন্তু এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই প্রচণ্ড গরম পড়ে যাওয়ায় স্কুলগুলিতে ছুটি এগিয়ে আনা হয়। এই মর্মে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মধ্য শিক্ষা পর্ষদের তরফে নোটিশ দেওয়া হয়। আপাতত গরমের ছুটি রয়েছে আগামী ৩ জুন পর্যন্ত।

তবে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের কথায়, এখন গরম অনেকটাই কম, ঝড়বৃষ্টি হচ্ছে। তাই ফের স্কুল খুলে দেওয়া যায়। আবার যদি প্রচণ্ড গরম পড়ে সেক্ষেত্রে ফের কয়েক দিনের ছুটি দেওয়া যেতে পারে। পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির তরফে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক স্তরে এখন সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। পাঠক্রমও বদলেছে। তাই গরম না থাকা সত্ত্বেও স্কুলগুলিতে গরমের ছুটি থাকলে এতে পড়াশোনায় ক্ষতি হবে। তাই স্কুল খুলে দিয়ে স্বাভাবিক পঠনপাঠন শুরু করার দাবি জানানো হয়েছে। এই মর্মে শিক্ষা দফতরেও চিঠি দেওয়া হয়েছে ওই দুই শিক্ষক সমিতির তরফে।