Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Summer Vacation: রাজ্যের সমস্ত স্কুলে গরমের ছুটি, কতদিন বন্ধ থাকবে স্কুল

Updated :  Wednesday, April 24, 2024 9:27 AM

বৈশাখ মাস শুরু হওয়ার আগে থেকে গরম পড়েছে তীব্র। রোদের তেজ এতটাই যে বেলার দিকে বাইরে বেরোনোর ক্ষেত্রে জারি করা হয়েছে সতর্কবার্তা। গরমের জন্য বড়োরাই হাঁপিয়ে উঠেছেন। ছোটদের অবস্থা কি হতে পারে ভেবে দেখুন একবার। বেশি গরম পড়লে স্কুলের ছুটি এগিয়ে নিয়ে আসার উদাহরণ আগেও রয়েছে।

গরম যেমন বাড়ে তেমনই কমতে শুরু করে সময়ের নিয়মে। কিন্তু এবার গরম যেন কমার কোনো লক্ষণ নেই। ফলত পড়ুয়াদের নিরাপত্তার জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার স্কুলে গরমের ছুটি যেমন এগিয়ে নিয়ে আসা হয়েছে, তেমনই দেওয়া হয়েছে বেশি ছুটির দিন। প্রশ্ন হচ্ছে, কত দিন বন্ধ থাকবে স্কুল। এই মর্মে সম্প্রতি নবান্নে মুখ্যসচিব বি পি গোপালিকের নেতৃত্বে একটি বৈঠক। এরপরেই স্কুলের ছুটির ব্যাপারে জানানো হয় সিদ্ধান্ত।

২২ এপ্রিল থেকে রাজ্যের সব সরকারি স্কুলে গরমের ছুটি দেওয়া সিদ্ধান্ত দেওয়া হয়েছে। একই ভাবে অনুরোধ করা হয়েছে বেসরকারী স্কুগুলোকেও। তাপপ্রবাহের কারণেই এই আগাম ছুটি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। পর্ষদের পক্ষ থেকে এর আগে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, ৬ মে থেকে গরমের ছুটি শুরু হবে, চলবে ২ জুন অবধি।

Summer Vacation: রাজ্যের সমস্ত স্কুলে গরমের ছুটি, কতদিন বন্ধ থাকবে স্কুল

এই হিসেবে এ বছর বাড়তি ১২ দিন দেওয়া হয়েছে গরমের ছুটি। চলতি বছর মোট ২২ দিন গরমের ছুটি থাকবে রাজ্যের স্কুলগুলিতে। বৈশাখের শুরুতেও চরম গ্রীষ্মের প্রভাব লক্ষ্যনীয়। ইতিমধ্যে কোথাও কোথাও তাপমাত্রা ছড়িয়ে যাচ্ছে ৪৫ ডিগ্রির গন্ডি। কোথাও আবার শুরু হয়েছে তাপপ্রবাহ। এই তাপপ্রবাহের প্রভাব আগামী কয়েকদিনে আরো বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।