সুশান্ত মামলায় এবার NCB-র কড়া নজরে করণ জোহর, খুশি সুশান্ত ভক্তরা

এতদিন বলিউডের মুভি দেখার জন্য আমাদের হয় লম্বা লাইনে দাড়িয়ে টিকিত কিনতে হত অথবা সাবস্ক্রিপশন চার্জেস দিয়ে মুভি দেখতে হত। কি তাইতো? এবার পাসা পালটে গেছে। এখন একটা সিঙ্গেল ক্লিকে আপনি অরিজিন্যাল সিনেমা দেখতে পারবেন। আজ্ঞে হ্যাঁ, বলিউডের পদ্মাবতীকে ইতিমধ্যে এনসিবি সমন পাঠিয়ে দিয়েছে। দীপিকা ছাড়াও সারা, শ্রদ্ধা, রাকুল প্রীত সিং প্রত্যেকের কাছে সমন গেছে। অন্যদিকে ১৮ জন মাদক পাচারকারীকে পুলিশ ও এন সি বি গ্রেফতার করেছে যার মধ্যে সুশান্ত কেসে মূল অভিযুক্ত রিয়া ও তাঁর ভাই, সুশান্তের ম্যানেজার ও বন্ধু এবং বলিউডের এক কোরিওগ্রাফারও আছেন। এবারে বিখ্যাত পরিচালক প্রযোজক করণের ধর্মা প্রোডাকশনসের এক্সিকিউটিভ প্রযোজক ক্ষীতিশ রবিপ্রসাদকে (Kshitij Raviprasad) সমন পাঠাল NCB। শুক্রবারই ক্ষীতিশকে NCB অফিসে হাজিরা দিতে হবে জিজ্ঞাসাবাদের জন্য। সব মিলিয়ে বলিউডের তামাশা জমে উঠেছে।

এনসিবি-র পাতা জালে আর কোন বড় বড় মাছ এসে ধরা দেয় এখন তা দেখার পালা। শোনা গিয়েছে শুক্রবারই NCB নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে হাজিরা দেবেন চার অভিনেত্রী। গোয়াতে একটি শুটিং-এ ব্যস্ত ছিলেন দীপিকা। ইতিমধ্যে, চাটার্ড বিমানে করে মুম্বইয়ে এসে পৌঁছেছেন অভিনেত্রী। সূত্রের খবর, দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশ নিজের অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার পর্যন্ত জিজ্ঞাসাবাদ থেকে রেহাই চেয়েছেন।

ইতিমধ্যে দীপিকার একটি পুরনো ভিডিও ভীষণ ভাইরাল হয়। চলুন সিরিয়াস খবরের মাঝে সেই মজার ভিডিও একবার আমরা দেখে নিই।

আজ শ্রুতি মোদি এবং ফ্যাশন ডিজাইনার সিমন খামবাটাকে জিজ্ঞাসাবাদ করছেন এনসিবি-র আধিকারিকরা। এব্যপারে আবারও মুখ খোলেন কঙ্গনা রানাউত। তিনি বলেন, “অবশেষে প্রথমবার বলিউড মাফিয়ারা ভাবতে শুরু করেছে সুশান্ত খুন না হলে আর কঙ্গনার কোণঠাসা না করলেই ভাল হত। প্রথমবার নিজেদের নৃশংসতার জন্য আফশোস করছে। প্রথমবার চাইছে সময়ের চাকা উলটো দিকে ঘুরুক। পুরনো সময় ফিরে আসুক।”