সুন্দরবন: গোটা বিশ্বে করোনার এই পরিস্থিতিতে সমস্ত বিধি-নিষেধ মেনে পর্যটকদের মুখে হাসি ফোটানোর জন্য আগামী ২৩ সেপ্টেম্বর থেকে খুলতে চলেছে সুন্দরবন। তবে টাইগার রিজার্ভতবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই একাধিক বিধি-নিষেধ থাকবে প্রবেশপথে। সরকার প্রদত্ত সমস্ত বিধি-নিষেধ মেনে তবেই মিলবে প্রবেশের অনুমতি।
এবার এক নজরে দেখে নিন টাইগার রিজার্ভ ফরেস্টে সুন্দরবনে প্রবেশ করার জন্য কী কী বিধি-নিষেধ বা নিয়ম বদল করা হল।….
● অফলাইন নয়, সমস্ত টিকিট বুক করতে হবে অনলাইনে।
● কোনও ক্যাম্প, ওয়াচ টাওয়ার, জেটিতে কোনও পর্যটককে প্রবেশ করতে দেওয়া হবে না।
● সূর্যদোয় থেকে সূর্যাস্তের মধ্যে পর্যটকরা পার্কে প্রবেশ করতে পারবেন।
● ১০-এর কম এবং ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তির ক্ষেত্রে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।
● মাস্ক, স্যানিটাইজার এবং সামাজিক দূরত্ববিধি মেনেই ভিতরে প্রবেশ করা যাবে।
● সামাজিক দূরত্ববিধির কথা মাথায় রেখে পর্যটক প্রবেশ ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হবে
● যে কোনও ক্ষেত্রে কৃর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।