Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Video: সুপার ড্যান্সারের মঞ্চে অঞ্জলি ও দেবের অসাধারণ পারফর্ম্যান্স, ভিডিও দেখে মুগ্ধ নেটবাসী

By
Updated :  Tuesday, July 20, 2021 10:11 AM

বয়স ৪৬ কিন্তু দেখলে বোঝা দায়। এখনো পুরো ফিট ও ফাইন চেহারা দেখলে মনে হবে বয়স কুড়ি। এইভাবে নিজেকে মেন্টেন করেন শিল্পা। বিয়ের পর সেভাবে আর সিনেমা করেননি। বরং স্বামী আর দুই সন্তানকে নিয়ে সুখের সংসার। সংসারের সাথে নিজের ফিটনেস আর নাচের প্রশিক্ষণ নিয়ে রেখেছেন সর্বদা। তবে বেশ কয়েক বছর ধরে রিয়ালিটি শোয়ের বিচারক হিসেবে কাজ করছেন শিল্পা। সুপার ড্যান্সার বিচারক শিল্পা। গত চার বছর ধরে এই শোয়ের বিচারক সুন্দরী শিল্পা। এবারে হাঙ্গামার সিক্যুয়েল দিয়ে সিনেমাতে কামব্যাক করছেন সুন্দরী শিল্পা।

শিল্পা শেট্টি এবং সুনীল শেট্টি এই জুটিকে কে না চেনে। তাঁদের জীবনের অন্যতম বক্স অফিস হিট ছবি ছিল ‘ধড়কন’। ২০০০ সালে মুক্তি পেয়েছিল সেই ছবি। ছবিতে অন্যতম কেন্দ্রীয় চরিত্রে ছিলেন অক্ষয় কুমার। সম্প্রতি ২১ বছর পার করলো এই সিনেমা। এই সিনেমায় এই জুটির নাম ছিল অঞ্জলি আর দেব। এই জুটি পুরোনো হলেও এদের রসায়ন এখনো কেউ ভুলতে পারেনি৷ বার বার টিভির পর্দাতে ফিরে দেখে এই সিনেমার নানান ঝলক।

ফের অঞ্জলি আর দেব এক হয়েছে। তবে এবারে সিনেমার পর্দাতে নয় রিয়ালিটি শোয়ের মঞ্চে। সম্প্রতি সুনীল শেট্টি সুপার ড্যান্সারের মঞ্চে হাজির হয়েছিলেন। একসাথে হাজির হয়েছেন তাহলে নাচ তো হবেই। ফের সেই ড্রামা উঠে এল এই মঞ্চে। বিখ্যাত গান ‘দিল নে ইয়ে কাহা হ্যায় দিল সে’ গানে নাচলেন। গানের শেষে বিখ্যাত ডায়লগে অভিনয় করলেন। সকলে এদের পারফর্ম্যান্সে মুগ্ধ হয়ে যান। আর সেই ভিডিও বেশ ভালোই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।