Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সুনীল শেঠির পুত্রবধূ দেখতে খুব সুন্দর, সৌন্দর্যে টেক্কা দেবে বড় বড় সুন্দরীদের, দেখুন তাঁর ফোটো

Updated :  Saturday, March 11, 2023 3:00 PM

সুনীল শেট্টি বলিউডের একসময়ের জনপ্রিয় প্রথম সারির অভিনেতা। অভিনেতা হিসেবে তার সুনাম নেহাতই কম নয়। তবে গত বেশ কয়েকমাস ধরে মিডিয়ার পাতায় চর্চিত সুনীল শেট্টি। উল্লেখ্য, নিজের মেয়ে অথিয়া শেট্টির জন্যই চর্চিত হচ্ছিলেন অভিনেতা। তবে এবার ছেলে অহনের সূত্র ধরেই আবারো মিডিয়ার আলোতে অভিনেতা।

কদিন আগেই ধুমধাম করে আন্তর্জাতিক ভারতীয় ক্রিকেট দলের খেলোয়ার কে এল রাহুলের সাথে সাত পাকে বাঁধা পড়েছেন সুনিল কন্যা। দীর্ঘ সময় ধরেই তাদের সম্পর্কের জল্পনা মিডিয়ার পাতায় ছিল তুঙ্গে। গত বছরই সেই জল্পনায় সিলমোহর দিয়েছিলেন এই নবদম্পতি। বর্তমানে এদের সেই সম্পর্কেই সামাজিকভাবে সিলমোহর দিলেন তারা। আথিয়া-রাহুলের বিয়ে নিয়ে মিডিয়ার পাতায় চর্চিত ছিলেন সুনীল শেট্টি ও মানা শেট্টি। তবে সূত্রের খবর, খুব শীঘ্রই আবারো শেট্টি পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। বিয়ের পিঁড়িতে বসতে পারে ছেলে অহনও।

সুনীল শেঠির পুত্রবধূ দেখতে খুব সুন্দর, সৌন্দর্যে টেক্কা দেবে বড় বড় সুন্দরীদের, দেখুন তাঁর ফোটো

বেশ কিছু সময় ধরে তানিয়া শ্রফের সাথে সম্পর্ক রয়েছেন অহন। বিভিন্ন সময় একসাথে ক্যামেরায় ধরা দেন তারা। এক নামি শিল্পপতির মেয়ে তানিয়া। সম্প্রতি আথিয়ার বিয়ের অনুষ্ঠানেও পরিবার সহ উপস্থিত ছিলেন তানিয়া। এদিনও বেশিরভাগ সময়েই একসাথে দেখা মিলেছে তানিয়া ও অহনের। আর সেই ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই তাদের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই আবারো বিয়ের সানাই বাজতে চলেছে শেট্টি পরিবারে। তবে এই প্রসঙ্গে এখনো পর্যন্ত শেট্টি পরিবারের কাউকেই কোনো মন্তব্য করতে শোনা যায়নি। অন্যদিকে একাংশের মত, সুনীল শেট্টির হবু পুত্রবধূ সৌন্দর্যের দিক দিয়ে টেক্কা দিতে পারেন বলি অভিনেত্রীদেরও। অবশ্য সেকথা তার বাইরে হওয়া ছবিতে নজর রাখলেই স্পষ্ট হবে।