Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সুনিতা বেবির বিস্ফোরক নাচ তোলপাড় সৃষ্টি করেছে, গ্রামের কাকারা শিস দিতে লাগল, দেখুন ভিডিও

Updated :  Sunday, January 7, 2024 9:47 AM

সপনা চৌধুরী (Sapna Choudhary) হরিয়ানভি তথা রাগনী নৃত্যশৈলীকে সর্বভারতীয় স্তরে পৌঁছে দিয়েছেন। তবে তাঁর পদক্ষেপ অনুসরণ করে বহু মহিলা রাগনী নৃত্যশিল্পীর পেশায় এসেছেন। এঁদের মধ্যে অন্যতম সুনীতা বেবি (Sunita Baby)। মূলতঃ আর্থিক সমস্যার কারণেই সুনীতা এই পেশায় আসেন। তবে বর্তমানে তিনি যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছেন। কয়েক বছর আগে মাধুরী দীক্ষিত (Madhuri Dixit Nene) ও সঞ্জয় দত্ত ( Sanjay Dutt) অভিনীত ফিল্ম ‘খলনায়ক’-এর গান ‘চোলি কে পিছে’-র সাথে মঞ্চে নেচেছিলেন সুনীতা। সেই ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে সুনীতার পরনে রয়েছে সাদা রঙের সালোয়ার-কামিজ। সালোয়ার-কামিজ জুড়ে রয়েছে সোনালি জরির কারুকার্য। সাদা ওড়নাতেও ব্যবহার হয়েছে সোনালি জরির পাড়। ভিডিওর শুরুতে দেখা যায়, সাদা রঙের ওড়নায় মুখ আবৃত করে নাচ শুরু করেছেন সুনীতা। থ্রি-কোয়ার্টার স্লিভ কামিজের ডিপ নেকলাইনের কারণে উন্মুক্ত রয়েছে সুনীতার ক্লিভেজ। প্রথমেই সামান্য হেঁটে মঞ্চের ধারে চলে আসেন সুনীতা। শরীরের উর্ধ্বাংশ নাচিয়ে পারফরম্যান্স শুরু করেন সুনীতা। এরপর গান শুরু হতেই মুখের উপর থেকে ধীরে ধীরে ওড়না সরিয়ে দেন তিনি। মঞ্চের ধারে অনেকটাই নিচু হয়ে ক্লিভেজ শো-অফ করেন সুনীতা।

মঞ্চের একপাশে দাঁড়িয়ে থাকা পুরুষদের সামনেও অনেকটা নিচু হয়ে ক্লিভেজ শো-অফ করেন সুনীতা। নাচের তুলনায় অধিকাংশ সময় মঞ্চে হেঁটে বেড়াচ্ছিলেন সুনীতা। তাঁর উপর টাকার বর্ষা করতেন শুরু করেন কয়েকজন পুরুষ। একসময় ঠুমকা লাগান সুনীতা। এরপর বুটি ডান্স করতে শুরু করেন তিনি। বারবার সুনীতার মুখ থেকে ঘোমটা খসে পড়ে গেলে আবারও ঘোমটা ঠিক করতে থাকেন তিনি। মঞ্চের ধারে বসে পড়ে আবারও নিচু হয়ে ক্লিভেজ শো-অফ করেন সুনীতা। নাচের শেষে মুখ থেকে ঘোমটা পুরোপুরি সরিয়ে দিয়ে পারফরম্যান্স শেষ করেন সুনীতা।