আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আসলে ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই একদিকে যেমন মোবাইল ফোন রয়েছে ঠিক অন্যদিকে সকলেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে থাকে। এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভাইরাল হয়। এমনকি আজকাল তো অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করে থাকেন।
হরিয়ানভি ড্যান্সার সুনিতা বেবি
আজকের ইন্ডাস্ট্রি সম্বন্ধে অবগত সকলেই স্বপ্না চৌধুরীর নাম অবশ্যই জানেন। সে তাঁর দেশি স্টাইলে ঠুমকা দিয়ে লাখ লাখ নেটিজেনের মন জয় করে নিয়েছে। গোটা ভারতের মধ্যে সিংহভাগ পুরুষ নেটিজেন এই স্বপ্না চৌধুরীর ফ্যান। তবে নতুন করে হরিয়ানভি স্টেজ ডান্স এ জনপ্রিয়তা পাচ্ছেন সুনিতা বেবি। অনেকে তো এমন কথাও বলছেন যে হরিয়ানভি ড্যান্স দুনিয়াতে স্বপ্না চৌধুরী আসতে আসতে ফিকে হয়ে যাচ্ছেন। সেই জায়গা দখল করছে এই সুনিতা।
সুনিতা বেবির দমদার নাচ
সুনিতা বেবির সেক্সী কায়দায় ড্যান্স পছন্দ হয় সকলের। তাই তিনি কোথাও স্টেজে পারফরম্যান্স করতে গেলে হাজার হাজার মানুষ উপস্থিত হন। তাঁর বোল্ড কায়দা ও দমদার পারফরম্যান্স ব্যাপক পছন্দ হয় সব বয়সের মানুষদের। এবার অবশ্য ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে সুনিতা বেবির নতুন মিউজিক ভিডিও। এতে দেখা গেছে সুনিতা বেবি সবুজ রংয়ের সালোয়ার কামিজ পরে ‘চুন্দাদ কি সিতারে‘ গানের তালে কোমর দুলিয়ে নাচ করেছেন। নাচের মাঝে আবার দোপাট্টা দিয়ে নিজের। মুখ ঢেকেছেন তিনি। গানের তালে তাঁর বোল্ড কায়দায় নাচ দেখে অবাক হবেন আপনিও। এই ভিডিওটি ‘সনোটক মাস্তি‘ ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছে। আপনি যদি এই ভাইরাল ভিডিওটি দেখতে চান, তাহলে এখানেই দেখে নিন।