টাইট সালোয়ার-কামিজে উদ্দাম নাচ সুনীতা বেবির, শুরু হল টাকার বৃষ্টি

রাগনী তথা হরিয়ানার নৃত্যশৈলী একসময় ছিল শিল্পের পর্যায়ে। কিন্তু পরবর্তী কালে আর্থিক সমস্যার কারণে সপনা চৌধুরী (Sapna Choudhary) সহ একাধিক মহিলা এই পেশায় আসতে শুরু করেন। সপনা অবশ্য এই নৃত্যশৈলীকে…

Avatar

রাগনী তথা হরিয়ানার নৃত্যশৈলী একসময় ছিল শিল্পের পর্যায়ে। কিন্তু পরবর্তী কালে আর্থিক সমস্যার কারণে সপনা চৌধুরী (Sapna Choudhary) সহ একাধিক মহিলা এই পেশায় আসতে শুরু করেন। সপনা অবশ্য এই নৃত্যশৈলীকে পৌঁছে দিয়েছেন সর্বভারতীয় স্তরে। তবে মুসকান বেবি, সুনীতা বেবিদের মতো নৃত্যশিল্পীরা ক্রমশ পঞ্জাব ও হরিয়ানার গ্রামীণ নৃত্যের মান নিম্নগামী করে দিয়েছেন। খোলা মঞ্চ থেকে কর্পোরেট, সর্বত্র তাঁদের অবাধ বিচরণ। 2018 সালের 11 ই জানুয়ারি একটি ইউটিউব চ্যানেল থেকে সুনীতা বেবির একটি ডান্স ভিডিও নেটদুনিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে।

ভিডিওতে খোলা মঞ্চে নাচতে দেখা যাচ্ছে সুনীতাকে। মঞ্চের উপর বসে রয়েছেন অনেক নারী-পুরুষ। সুনীতার পরনে রয়েছে সাদা রঙের থ্রি-কোয়ার্টার স্লিভ পাতিয়ালা সালোয়ার-কামিজ। কামিজ জুড়ে রয়েছে লাল-সোনালি সুতোর এমব্রয়ডারি। টাইট সালোয়ার-কামিজের নেকলাইন সামান্য ডিপ। সালোয়ার-কামিজের ওড়নাটিও সাদা রঙের। ‘ফেয়ার লাভলি’ নামে একটি লোকসঙ্গীতের সাথে নাচতে দেখা যাচ্ছে সুনীতাকে। ভিডিওর শুরুতে দেখা যায়, দর্শকদের দিকে পিছন ফিরে টোয়ার্কের মাধ্যমে নাচ শুরু করছেন সুনীতা। তবে এরপর তিনি রাগনীর বিভিন্ন মুদ্রা ও নাচের স্টেপ পারফর্ম করেন।

কিন্তু বারবার হচ্ছিল নাচের স্টেপের রিপিটেশন। কখনও সখনও সুনীতাকে দেখা গেল লাফঝাঁপ দিতে। কখনও সুনীতাকে দেখা গেল মাথা ঘোমটায় আবৃত করে ঠুমকা লাগাতে। বাদ গেল না সুনীতার উপর পুরুষদের অর্থ বৃষ্টিও এবং তাও মঞ্চের উপর উঠে। তবে শেষ অবধি তাঁর নাচে কিছুটা যৌনতার মিশ্রণ ঘটান সুনীতা। ঊর্ধাঙ্গ নাচিয়ে এবং সিডিউসের চেষ্টা করে নাচ শেষ করেন সুনীতা।

About Author