৪০’এর ঘরে বয়স তার। এই বয়সেও প্রতিমুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় উষ্ণতা ছাড়ান তিনি। তিনি আর কেউ নন, ‘বেবি ডল’ সানি লিওনি। তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পীও। বড়পর্দায় একাধিক আইটেম নম্বরে দেখা গিয়েছে তাকে। এছাড়াও একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। বাংলাদেশের একটি মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছে তাকে।
সোশ্যাল মিডিয়ার পাতায় কোন না কোন কারনে চর্চায় থাকেন সানি লিওনি। সম্প্রতি একটি ভিডিওর সূত্র ধরেই আবারো চর্চায় অভিনেত্রী। সম্প্রতি লাল শাড়ি পরেই নিজের বর ড্যানিয়েল উইবারের সাথেই বাস্কেটবল খেলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সেই বাস্কেটবল খেলার মুহূর্তের ঝলক নিজেই শেয়ার করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রামের পাতায়, যার ভিউজ এই মুহূর্তে মিলিয়ন ছাড়িয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে সবসময়ের মতোই অভিনেত্রীকে হট অবতারেই দেখা গিয়েছে। তার পরনে ছিল লাল শাড়ি ও স্লিভলেস লাল ডিজাইনার ব্লাউজ। অন্যদিকে তার স্বামী ড্যানিয়েলের পরনে ছিল কালো হাফহাতা টি-শার্ট ও খয়রি রঙের শার্টস। তাদের জোরি পছন্দ নেটনাগরিকদের। তাদের একসাথে দেখতে পছন্দ করেন সকলেই। ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছে দুজনেই ছিলেন একেবারে খেলার মুডে। তাদের এই মুহুর্তটা বেশ কয়েকজন ক্যামেরাম্যান ক্যামেরাবন্দি করছিলেন নিজেদের ক্যামেরাতে। এই ভিডিওটি শেয়ার করে ড্যানিয়েলকে নিজের সবথেকে ভালো বন্ধু বলে দাবি করেছেন সানি লিওনি। সম্ভবত কাজের ফাঁকেই এই ভিডিওটি বানিয়েছে তারা।
সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় এই ভিডিওটি শেয়ার করা মাত্রই তা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিওটি শেয়ার করার পাশাপাশি ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির ‘ইয়ে লারকি হ্যায় দিওয়ানা’ গানটি জুড়ে দিয়েছিলেন অভিনেত্রী, যা নেটিজেনদের মনে করিয়ে দিয়েছে সেই হিট রাহুল-অঞ্জলীর জুটিকে। সম্প্রতি ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অভিনেত্রীর অনুরাগীরা ভীষণভাবে পছন্দ করেছেন এটি, তার ঝলক কমেন্টবক্স দেখলেই স্পষ্ট হবে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside