Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পরনে লাল ব্লাউজ এবং ধুতি! দক্ষিণ ভারতীয় লুকে নজর কাড়লেন সানি লিওনি, দেখুন সেই ছবি

Updated :  Saturday, February 20, 2021 2:03 PM

সানি লিওনি (Sunny leone) মানেই যৌনতার প্রতীক। তাঁকে যতই নেটিজেনরা ট্রোল করুন, কিন্তু যৌন আবেদনের কথা উঠলেই সানি লিওনির নাম তাঁরাও উচ্চারণ করেন। সম্প্রতি সানির বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উর্ধ্বাঙ্গে লাল রঙের ব্লাউজ ও লাল-সোনালি রঙের শাড়িকে ধুতির মতো করে গোড়ালির উপরে পরে এই নতুন ফটোশুটটি করেছেন সানি। ছবিতে দেখা যাচ্ছে, সানির কপালে দক্ষিণ ভারতীয় ধরনে টিপ পরা এবং পোশাকের সঙ্গে মানানসই সোনালি রঙের গয়না পরেছেন সানি। জলের মাঝে নৌকার উপর সানির এই ছবিগুলি নেটদুনিয়ায় উষ্ণ আবেদন ছড়িয়েছে।

‘পেন্টহাউস সানি’ থেকে বলিউড তারকা সানি লিওনি হয়ে ওঠার জার্নিটা নেহাত সহজ ছিল না। কিন্তু সানি এখন অনেকটাই এগিয়ে গেছেন। তিনি নিয়মিত নিজের ও পরিবারের বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করেন এবং সেগুলি যথেষ্ট ভাইরাল হয়। কিছুদিন আগেও সানির বেশ কয়েকটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। এগুলির মধ্যে কোনওটি পূভারা আইল্যান্ডে তোলা, কোনওটি কেরালার বিভিন্ন নৈসর্গিক স্থানে তোলা। একটি ছবিতে সানির গোলাপি রঙের চুল নজর কেড়েছে। কয়েকটি ছবিতে সুইমিং কস্টিউমে পুলে উষ্ণতা ছড়িয়েছেন সানি। কখনও তাঁকে দেখা গেছে চোখে রেট্রো সানগ্লাস পরে মাথায় তোয়ালে জড়িয়ে হলিউড অভিনেত্রীদের স্টাইলে ছবি তুলতে। ছবিগুলির মাধ্যমে বোঝা যাচ্ছে, সানি অনিয়ন্ত্রিত।

ভারতীয় দলের ব্যর্থতার সঙ্গে কিছুদিন আগে জড়িয়ে দেওয়া হয়েছিল সানি লিওনির অন্তর্বাসের সাইজকে। নেটিজেনদের একাংশ টুইটারে লিখেছেন, সানি লিওনির অন্তর্বাসের সাইজ 38। অর্থাৎ ভারতীয় টিমের স্কোরের থেকেও বেশি। কেউ কেউ লিখেছেন, সানি 2 রানে জিতে গিয়েছেন। তবে এই ধরনের নোংরা টুইটের প্রতিবাদ করেছেন নেটিজেনদের অনেকে। বিশেষ করে মহিলা নেটিজেনরা সানি লিওনিকে করা কটূক্তির কড়া নিন্দা করেছেন। এই ধরনের মন্তব্য বিকৃত মানসিকতার পরিচয় দেয় বলে জানিয়েছেন তাঁরা।

সানি লিওনি বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পেলেও অতীতে তাঁর পর্ন তারকার পেশায় থাকার কথা এখনও কেউ ভুলতে পারেননি। সানির অতীত নিয়ে গত বছর তৈরী হয়েছিল একটি ওয়েব সিরিজ যা সম্প্রচারিত হয়েছিল জি ফাইভ ওটিটি প্ল‍্যাটফর্মে। ওয়েব সিরিজটির নাম ‘কারেনজিত কৌর’। এটি সানির প্রকৃত নাম। এই ওয়েব সিরিজে সানির অতীত জীবনের লড়াই, তাঁর পর্ন তারকা হয়ে ওঠার কারণ দেখানো হয়েছে। ওয়েব সিরিজটি যথেষ্ট জনপ্রিয় হয়েছিল।