দুমাস আগেই স্টার জলসায় শুরু হয়েছে মিউজিক রিয়েলিটি শো ‘সুপার সিঙ্গার ৩’। এই রিয়্যালিটি শো-এর সঞ্চালনার দায়িত্বে আছেন সকলের যীশু সেনগুপ্ত। চমক থাকছে বিচারকের আসনে। এই সিজনে বিচারক আসনে রয়েছেন কুমার শানু , সোনু নিগম এবং কৌশিকী চক্রবর্তী। প্রতি সপ্তাহে যীশু সঞ্চালয়ায় নানান চমক রাখেন। এবারেও তার অনথা হয়নি। এই সপ্তাহে আছে আরো চমক। এ সপ্তাহের এপিসোড আছে কালীপুজো ভাইফোঁটা স্পেশ্যাল৷ আর সেখানেই জোর করে ভাইফোঁটা দেওয়া হল যীশু সেনগুপ্তকে। আর এরপরেই হাসির রোল উঠল গোটা সেটে।
চ্যানেলের তরফ থেকে ইতিমধ্যেই এও প্রোমো শেয়ার করা হয়েছে আর তা দেখেই ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়। যীশু আর কৌশিকীর খুনসুটিও মনে ধরেছে সবার। এই শোয়ের শুরুর দিন থেকেই বিচারক কৌশিকীর সাথে ফ্লার্ট করার কোনও সুযোগই ছাড়েন না অভিনেতা। আর তাই এবার সুযোগ পেতেই যীশুকে ভাই বানিয়ে ফোঁটা দিয়ে দিলেন গায়িকা। সঙ্গে আবার গাইলেন, ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’! আর এই দৃশ্যটা বেশ মজা নিয়ে উপভোগ করলেন অন্য দুই বিচারক শানু আর সোনুও।
স্টার জলসার শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, একে একে প্রতিযোগীদের ডেকে স্টেজ থেকে বেরনোর সব পথ বন্ধ করে দিচ্ছেন কৌশিকী। আর আরতি ও ফুলের থালা হাতে মঞ্চে হাজির হয়েছেন তিনি। যীশুর শত আপত্তিতেও তাঁর কপালে দিয়ে দেন ফোঁটা। এরপরেই কাঁদতে শুরু করেন যীশু। এদিন বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন মোনালি ঠাকুরও। তিনিও এই দৃশ্য বেশ আনন্দের সাথে উপভোগ করেছেন। এই বিশেষ এপিসোড দেখার জন্য আগ্রহী দর্শকেরা। উল্লেখ্য,গত সপ্তাহে দীপাবলী আর কালীপুজো উপলক্ষে এই প্রথম কোনও রিয়্যালিটি শো-এর মঞ্চে শ্যামাসঙ্গীত শুনিয়েছেন শানু। এ বার বাঙালির অন্যতম উৎসব ভাইফোঁটাও পালিত হতে চলেছে ধুমধাম করে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside