Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Rana Sarkar: রানা সরকারের নির্দেশে ‘ভজহরি মান্না’য় রাঁধলেন ‘খোকাবাবু’, স্বাদ নিলেন সুপারকুল মদন মিত্র

Updated :  Saturday, November 20, 2021 9:49 AM

নাচ,গানের রিয়েলিটি শো তো আছে পাশাপাশি নানান মজার ক্যুইজ আর গেম শো। তবে এগুলির পাশাপাশি এখন কুকিং শোয়ের চাহিদাও ব্যপক ছোটপর্দায়। জি বাংলার ‘রান্নাঘর’ এর জনপ্রিয়তা ব্যপক। এখন তো সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ‍্যায়ের পরিচয়ই দেওয়া হয় ‘রান্নাঘরের রাণী’ হিসাবে। শুধু জি বাংলা নয় অন‍্যান‍্য চানেলের কুকিং শো গুলিও কম জনপ্রিয় নয়। এবার এই তালিকায় যোগ হতে চলেছে আরো একটি নতুন রান্নার শো।

খুব শীঘ্রই শুরু হতে চলেছে এক অভিনব রান্নার অনুষ্ঠান ‘ভজহরি মান্না’। পরিবেশনায় থাকছেন প্রযোজক রানা সরকার। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই নতুন অনুষ্ঠানের শ্যুটিং। আর এই শোতে অতিথি হিসেবে হাজির হয়েছেন মদন মিত্র, শিলাজিৎ মজুমদার এর মতো সব জনপ্রিয় সেলিব্রেটি। তবে অন্যান কুকিং শো গুলির মতো একরকম হবে না এই নতুন শো । অন‍্যগুলির মতো স্টুডিওর চার দেওয়ালের মধ‍্যে আবদ্ধ নয় এই রান্নার শো। খোলা আকাশ সাথে উনুন, আর রান্নার সরঞ্জাম নিয়ে প্রকৃতির মাঝে হবে সুস্বাদু রান্নাবান্না। এমনি নতুন ভাবনা নিয়ে ইন্ড্রাস্টিতে কামব্যাক করছেন প্রযোজক রানা সরকার।

Rana Sarkar: রানা সরকারের নির্দেশে ‘ভজহরি মান্না’য় রাঁধলেন ‘খোকাবাবু’, স্বাদ নিলেন সুপারকুল মদন মিত্র

রানা সরকারের কামব্যাক নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছে। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ খ্যাত প্রযোজক আগেই জোর গলায় জানিয়েছিলেন ইন্ডাস্ট্রিতে বেশ বড় ভানে এন্ট্রি নেবেন। আর সেই কথা তিনি রাখলেন। বর্তমানে দুটি ছবির প্রযোজনার দায়িত্বে আছেন রানা সরকার। ‘কিশমিশ’ ছবির পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘চং চং’ এবং রাজদীপ ঘোষের ‘বনবিবি’। এবার এই দুই ছবির সঙ্গে যোগ হল এই কুকারি শো। রান্নার এই অনুষ্ঠান ওয়েব প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে। ।

এইমুহূর্তে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলছে নতুন ছবি ‘বনবিবি’র শ্যুটিং। আর সেখান থেকেই এই নতুন রান্না শোএর প্রথম দিনের শ্যুটিং শুরু হয়েছে। শ্যুটিংয়ের সেই নানান প্রতিচ্ছবি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন রানা সরকার এবং কামারহাটির বিধায়ক মদন মিত্র। আরো আছে এক চমক। এই শোতে রাঁধুনি সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে ‘খোকাবাবু’ ওরফে প্রতীক সেন। বর্তমানে ‘মোহর’ ধারাবাহিকের পাশাপাশি এই শোতে নিজের হাতে অতিথিদের ফরমায়েশ মত নানান পদ রেঁধে খাওয়াবেন।

Rana Sarkar: রানা সরকারের নির্দেশে ‘ভজহরি মান্না’য় রাঁধলেন ‘খোকাবাবু’, স্বাদ নিলেন সুপারকুল মদন মিত্র

তবে সবক’টি পদ যে বাঙালি হবে তাও কিন্তু নয় বিদেশি রান্নাও দেখা যাবে এখানে। একইসঙ্গে শো-এর সঞ্চালকের দায়িত্বও সারবেন প্রতীক। আর এই শোতে শুধু রান্না আর গল্পই না, অতিথিদের জন‍্য থাকবে টুকটাক খেলার ব‍্যবস্থাও। তবে মদন মিত্রের জন্য কি রান্না হয়েছে তা এখনো জানাননি রানা সরকার। আর তা সম্প্রচারের জন্য অপেক্ষা করছে। তবে রানা সরকারের শেয়ার করা ছবি বেশ ভালোই ভাইরাল।

Rana Sarkar: রানা সরকারের নির্দেশে ‘ভজহরি মান্না’য় রাঁধলেন ‘খোকাবাবু’, স্বাদ নিলেন সুপারকুল মদন মিত্র