Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Pawan Singh New Song: ইন্টারনেটে ভাইরাল সুপারস্টার পবন সিংয়ের নতুন গান, দেখুন পবন- শিল্পী রাজের নতুন ধামাকা

Updated :  Monday, June 26, 2023 11:55 AM

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে পবন সিং (Pawan Singh)হলেন একজন স্বনামধন্য গায়ক ও অভিনেতা। চলতি বছরের ২৫ শে জুন তার একটি নতুন গান মুক্তি পেয়েছে, যা প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়। পবনের নতুন এই গানটির নাম ‘হিলা কে নাচ’। মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে নায়িকা একদল গুন্ডার হাত থেকে দৌড়ে পালাচ্ছে, পবন দাড়িয়ে নায়িকাকে জাপটে ধরে গুন্ডাদের শায়েস্তা করে। এরপরেই শুরু হয় দমদার নাচ গান।

ইতিমধ্যেই পবনের নতুন এই গানটি বহু মানুষ পছন্দ করছে। এক ঘণ্টার মধ্যে প্রায় পাঁচ হাজার মানুষ উপভোগ করেছেন। ‘হিলা কে নাচ’ গানটি গেয়েছেন পবন সিং ও শিল্পী রাজ ( Pawan Singh Shilpi Raj)। ভিডিওটিতে পবন সিংয়ের সঙ্গে কোমল সিং দেখা যাচ্ছে। গানটির সুর দিয়েছেন আর্য শর্মা এবং কথা দিয়েছেন ছোটু যাদব। এই গানটির প্রযোজক রাজ জয়সওয়াল এবং পরিচালক রবি পন্ডিত।

উল্লেখ্য, পবন তার সঙ্গীত জীবন শুরু করেন পর্দার আড়ালে কাজ করার মধ্যে দিয়ে, সঙ্গীতানুষ্ঠানে হারমোনিয়াম বাজিয়ে তিনি শুরুর দিকে গান গাইতেন। এখনও পর্যন্ত তিনি দুটি আন্তর্জাতিক ভোজপুরি চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। প্রসঙ্গত, পবন শুধুমাত্র একজন সফল গায়কের পাশাপাশি একজন স্বনামধন্য অভিনেতা। সোশ্যাল মিডিয়াতেও তিনি যথেষ্ট জনপ্রিয়। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ভোজপুরি ফিল্ম ‘মেরা ভারত মহান’-এ পবনের কন্ঠে ‘হোতা কমর মে দর্দ’ যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। তাহলে চলুন শুনে নিই পবনের মুক্তি পাওয়া নতুন মিউজিক ভিডিও।