নয়াদিল্লি: ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কোনও একটি নির্দিষ্ট সম্প্রদায়কে আক্রমণ করার প্রবণতায় উদ্বেগ প্রকাশ করছে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি কেএম জোসেফের বেঞ্চ ৷ টিভি শো নিয়ে মঙ্গলবার একটি মামলায় সমালোচনা করে সুপ্রিম কোর্ট৷
কিছুদিন আগেই সিভিল সার্ভিসে মুসলিমদের প্রবেশ নিয়ে বেসরকারি টিভি চ্যানেলের শো-এ একটি অনুষ্ঠানের কন্টেন্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিলো। আর সেই শুনানিতে ইলেকট্রনিক মিডিয়ায় নানা শোয়ের তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্ট৷ জানানো হয়েছে ফ্রি প্রেস, ফ্রি স্পিচের নামে স্ক্রুটিনি ছাড়াই কোনও প্রোগ্রাম চলবে।
এমনকি শীর্ষ আদালত জানিয়েছে, “একটি দেশের সুপ্রিম কোর্ট হিসেবে, আমরা কখনওই বলতে পারি না, মুসলমানরা সিভিল সার্ভিসে অনুপ্রবেশ করছে৷ আমরা এ সব সহ্য করব না৷ কেউ বলতে পারবে না, সাংবাদিকের যা খুশি বলার স্বাধীনতা আছে”। এছাড়াও ওই শোয়ের এপিসোডগুলির সম্প্রচারে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷














Amanda Seyfried Describes Socialism as ‘A Gorgeous Idea’ While Discussing New Film