Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

EMI মোরাটোরিয়ামের মেয়াদ বাড়ালো সুপ্রিম কোর্ট

Updated :  Thursday, September 10, 2020 8:05 PM

ভারত : ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ইএমআই মোরাটোরিয়ামের মেয়াদ বাড়িয়ে দিলো সুপ্রিম কোর্ট৷ যার ফল স্বরূপ নির্দিষ্ট এই সময়সীমায় কোনও ব্যক্তি যদি ইএমআই দিতে না পারেন সংশ্লিষ্ট গ্রাহকের ঋণ নন-পারফর্মিং অ্যাসেট হিসেবে ঘোষণা করতে পারবে না ব্যাঙ্ক৷

চলতি বছরে লক ডাউনে দেশে প্রচুর মানুষ চাকরি হারিয়েছেন এমনকি দেশের অবস্থা সামাল দিতে এখন যথেস্ট বেগ পেতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। তাদের মতে এই সুবিধা পেলে হয়তো খানিক স্বস্তি পাবে দেশবাসি। লক ডাউন চালু হতেই সাধারণ মানুষের হাতে অর্থের জোগান বাড়াতে রিজার্ভ ব্যাঙ্ক তিন মাসের মোরাটোরিয়াম ঘোষণা করে৷ পরে তা আরও ৩ মাস বাড়িয়ে ৩১ অগাস্ট পর্যন্ত করা হয়৷

লকডাউনে ঘোষিত মোরাটোরিয়ামের উপর কেন সুদ নেওয়া হবে, এই প্রশ্নে সুপ্রিম কোর্টে একটি অনেক আবেদনও জমা পড়েছে৷ আবেদনে বলা হয়, মোরাটোরিয়ামের সুদও মকুব করতে হবে আরবিআইকে৷ মোরাটোরিয়ামের ক্ষেত্রে আরবিআই জানায়, যে সব গ্রাহকরা মোরাটোরিয়াম নেবেন, তাঁদের ওই তিন মাসের ইএমআই পরে সুদ সহ ফেরত দিতে হবে৷