Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সারদা মামলায় রাজীব কুমারকে নোটিশ সুপ্রিমকোর্টের

Updated :  Friday, November 29, 2019 1:34 PM

কলকাতা : সারদা মামলায় সিবিআই-এর তলবের পর কলকাতা হাইকোর্টে আগাম জামিন পান রাজীব কুমার। সেই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করে সিবিআই। তারই শুনানি ছিল আজ। সেই শুনানি শেষে রাজীব কুমারকে নোটিশ পাঠায় শীর্ষ আদালত। একই সঙ্গে সিবিআই-এর নিজেদের হেফাজতে নিয়ে রাজীবকে জিজ্ঞাসাবাদের আবেদন খারিজ করে দেয় আদালত।

প্রধান বিচারপতি এস এ বোবদে ও বিচারপতি বি আর গাবাই-এর ডিভিশন বেঞ্চে এদিন সারদা মামলার শুনানি হয়। সিবিআই-এর সলিসিটর জেনারেল তুষার মেহতা রাজীব কুমারের জামিনের বিরোধিতা করেন। তিনি জানান, রাজীব কুমার সারদা মামলায় একজন অন্যতম অভিযুক্ত।

সারদা মামলার বহু গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলার অভিযোগ রয়েছে রাজীব কুমারের বিরুদ্ধে। সিবিআই-এর কাছে এই সংক্রান্ত যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। অন্যদিকে, রাজীব কুমার এখনও রাজ্য প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ফলে প্রভাব খাটিয়ে সাক্ষ্যপ্রমাণ লোপাট করাটা তার কাছে তেমন কোন ব্যাপার নয়।

অতীতে সিবিআইকে সহযোগিতা করেছেন এমন কোন উদাহরণ নেই কলকাতার নগরপালের। তাই শীর্ষ আদালতে রাজীব কুমারের জামিন খারিজের আবেদন জানান সলিসিটর জেনারেল।