দেশনিউজ

মহরমের দিন তাজিয়া বের করার অনুমতি দিল না শীর্ষ আদালত

Advertisement

নয়াদিল্লি : মহরম উপলক্ষে রাজপথে সুদৃশ্য তাজিয়া নিয়ে শোভাযাত্রা এবার আর দেখা যাবে না। কারণ করোনা পরিস্থিতিতে দেশজুড়ে মহরমের দিন তাজিয়া বের করার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, এই অতিমারি পরিস্থিতিতে মহরমের তাজিয়া বের করার অনুমতি দেওয়া যাবে না৷

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, করোনা সংক্রমণের এই পরিস্থিতিতে মহরমের তাজিয়া বের করলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে৷ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপর Covid-19 ছড়ানোর দায় চাপিয়ে টার্গেট করা হতে পারে৷ দেশের প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চ শিয়া নেতা সৈয়দ কালবে জাওয়াদকে বলে, ‘আপনি চাইছেন, একটি সম্প্রদায়ের জন্য গোটা দেশকে অস্পষ্ট দিশা দেখাতে৷’

এরপরেই আবেদনকারীর আইনজীবী আদালতকে পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রার উদাহরণ দেন৷ প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, সেটি সম্পূর্ণ একটি পৃথক বিষয়৷ দেশের প্রধান বিচারপতি বলেন, ‘জগন্নাথ পুরীর বিষয়টি একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ৷ একটি রথ এ থেকে বি পয়েন্টে যাচ্ছে৷ মহরমও যদি কোনও নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকত, আমরা ঝুঁকি মাথায় রেখেও হয়তো অনুমতি দিতাম৷ কিন্তু তা তো নয়৷’

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, ‘আমরা একটি জেনারেল অর্ডার দিতে পারি না৷ বিশৃঙ্খলতার সৃষ্টি হবে, করোনা সংক্রমণের দায়ে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হবে৷’

সুপ্রিম কোর্টের বিশেষ পর্যবেক্ষণ, এই পরিস্থিতিতে মহরমের তাজিয়া বের করলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে৷ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপর Covid-19 ছড়ানোর দায় চাপিয়ে টার্গেট করা হবে। তার ফলে দেশজুড়ে অকারণে বিশৃঙ্খলার সৃষ্টি হবে।

Related Articles

Back to top button