Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অ্যাম্বুলেন্সের ভাড়া বাঁধতে রাজ্যগুলিকে কড়া নির্দেশ দিলো সুপ্রিম কোর্টের

Updated :  Friday, September 11, 2020 6:35 PM

ভারত : সুখবর! অবশেষে অসুস্থ পরিবারদের প্রতি মুখ ফিরে চাইলেন সুপ্রিম কোর্ট। এবার থেকে আর রোগীর পরিবারদের পোহাতে হবে না ঝক্কি ঝামেলা। কারণ রোগীর পরিবারের অ্যাম্বুলেন্স হয়রানি কমাতে রাজ্য সরকারগুলিকে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি অশোক ভূষণের ডিভিশন বেঞ্চ আজই জানিয়েছে সমস্ত রাজ্য সরকারকে অ্যাম্বুল্যান্সের ভাড়া নির্দিষ্ট করে দিতে হবে।

দেশের অধিকাংশ মানুষই টাকার সমস্যার জন্য চিকিৎসা ব্যবস্থা থেকে বঞ্চিত হয়, পাশাপাশি বিভিন্ন রাজ্যগুলো যেভাবে অ্যাম্বুলেন্সের জন্য টাকা নেয় তাতেও রীতিমত অসুবিধার মুখে পড়তে হয় দেশের সাধারণ মানুষকে।

তাই রাজ্য সরকারগুলিকে অ্যাম্বুলেন্সের ভাড়া বেধে দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট করা হবে সব জায়গায় পর্যাপ্ত অ্যাম্বুল্যান্স রাখা। এছাড়াও করোনা পরিস্থিতিতে  করোনা আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যাতে পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুল্যান্স থাকে তাও নিশ্চিত করতে হবে রাজ্য সরকারগুলিকে।