অসমে এনআরসি ত্রুটিমুক্ত ছিল না। যা নিয়ে এখনও বিক্ষোভ চলছে অসম জুড়ে। কয়েকদিন আগে ডিটেনশন ক্যাম্পে মৃত দুলাল পালের দেহ নিতে অস্বীকার করে তার ছেলেরা। এই পরিস্থিতিতে অসমে এনআরসি-র প্রধান প্রতীক হাজেলাকে অন্যত্র বদলির নির্দেশ দিল সুপ্রিমকোর্ট।
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আজ, শুক্রবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করেন। অসমে এনআরসি-র কো-অর্ডিনেটর প্রতীক হাজেলাকে মধ্যপ্রদেশে বদলির নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশিকায়। একই সাথে নির্দেশ দেওয়া হয়েছে যে, বদলি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত হাজেলা সর্বোচ্চ মেয়াদে ডেপুটেশনে থাকবেন।
এই প্রতীক হাজেলা ১৯৯৫ ব্যাচের অসম-মেঘালয় ক্যাডারের আইএএস আধিকারিক। যাঁর উপর দায়িত্ব ছিল অসমে নাগরিকপঞ্জী সংশোধনের তদারকি করার। যদিও, বারবার সংশোধনের পরও নাগরিকপঞ্জীর তালিকা ত্রুটিমুক্ত না হওয়ায় দেশ জুড়ে সমালোচনার মুখোমুখি হতে হয় অসম সরকারকে।