Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সুপ্রিম কোর্ট আজ জামিয়া মালিয়া সংক্রান্ত মামলার শুনানি

Updated :  Tuesday, December 17, 2019 10:39 AM

লন্ডভন্ড হয়েছে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় লাইব্রেরি, ক্যাম্পাসে ঢুকে ও তাণ্ডব চালায় পুলিশ, টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ করা হয় পড়ুয়াদের ওপর। তবে পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমা আকতার। তবে পুলিশ ও পড়ুয়াদের বিরুদ্ধে মামলা করেছে।

নাজমা আকতার প্রশ্ন তুলেছেন, যে অবস্থান ভাঙ্গার জন্য পুলিশকে কখনোই ক্যাম্পাসের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি, তবে তারা কার অনুমতি নিয়ে ক্যাম্পাসের ভেতরে ঢুকে পড়ুয়াদের ওপরে লাঠিচার্জ টিয়ার গ্যাস দিলেন।

আরও পড়ুন : অগ্নিগর্ভে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ, প্রতিবাদ বিক্ষোভে গ্রেফতার ৩০০ অধিক

মঙ্গলবার সুপ্রিম কোর্টের হতে পারে জামিয়া মালিয়া সংক্রান্ত মামলার শুনানি। শুনানির আগের দিন প্রধান বিচারপতি এস এ বোবদে হিংসা বন্ধের দাবি তুলেছেন।