Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সৎ ছেলে শাহিদ কাপুর! মা ও ছেলের সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সুপ্রিয়া পাঠক

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর (shahid kapoor)। কিন্তু শাহিদের পারিবারিক জীবন নিয়ে অনেকের মনেই প্রশ্ন ওঠে। শাহিদের বাবা অভিনেতা পঙ্কজ কাপুর (pankaj kapoor) ও মা নীলিমা আজিম (Nilima…

Avatar

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর (shahid kapoor)। কিন্তু শাহিদের পারিবারিক জীবন নিয়ে অনেকের মনেই প্রশ্ন ওঠে। শাহিদের বাবা অভিনেতা পঙ্কজ কাপুর (pankaj kapoor) ও মা নীলিমা আজিম (Nilima azeem)। কিন্তু শাহিদের শৈশবে পঙ্কজ ও নীলিমার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। নীলিমার কাছে থাকতেন শাহিদ। এরপর নীলিমা বিয়ে করেন অভিনেতা রাজেশ খট্টর (Rajesh khattar)-কে। নীলিমা ও রাজেশের ছেলের নাম ঈশান খট্টর (Ishan khattar)। অপরদিকে পঙ্কজ বিয়ে করেন সুপ্রিয়া পাঠক কাপুর (supriya pathak kapoor)-কে। কিন্তু পঙ্কজ ও সুপ্রিয়ার বিয়ের সময় শাহিদের বয়স ছিল মাত্র ছয় বছর। কিন্তু ছয় বছরের শাহিদের মনে কি পঙ্কজ-সুপ্রিয়ার বিয়ের প্রভাব পড়েছিল? শাহিদ কোনোদিন এই বিষয়ে মুখ না খুললেও মুখ খুললেন সুপ্রিয়া।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুপ্রিয়া বলেন, তিনি ও পঙ্কজ দীর্ঘকালের বন্ধু। ফলে ছয় বছরের শাহিদের সঙ্গেও সুপ্রিয়ার বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়েছিল যা আজও অটুট। সুপ্রিয়া কোনোদিন শাহিদের মা হতে চাননি। তিনি শাহিদের বেস্ট ফ্রেন্ড হতে চেয়েছেন। ফলে এমনও শোনা যায়, শাহিদ এখনও বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সুপ্রিয়ার সঙ্গেই আলোচনা করেন। তবে নীলিমাকেও শাহিদ সম্মান করেন। কিন্তু নীলিমার অস্থিরতা শাহিদের কাছেও অসহনীয় ছিল। রাজেশ খট্টরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নীলিমা বিয়ে করেন গায়ক রাজা আলি খান (Raja Ali khan)-কে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নীলিমা ও রাজার বিয়ে শাহিদকে সুপ্রিয়ার আরও কাছাকাছি এনে দিয়েছিল। পঙ্কজ ও সুপ্রিয়ার সঙ্গেই বেশি সময় কাটাতে পছন্দ করতেন শাহিদ। এমনকি শাহিদের স্ত্রী মীরা (Mira Rajput)-কে একটি অনুষ্ঠানে পছন্দ করেছিলেন পঙ্কজ ও সুপ্রিয়া। মীরার সঙ্গে সুপ্রিয়ার সম্পর্ক খুব ভালো। এমনকি শাহিদ ও মীরার কন্যাসন্তান মিশা সুপ্রিয়াকে ‘বা’ বলে ডাকে। পঙ্কজকে ‘বাবা’ বলে মিশা। সুপ্রিয়া জানালেন, মিশা তাঁর কাছে প্রায়ই গল্প শোনার আবদার করে। সুপ্রিয়া জানিয়েছেন, একসঙ্গে না থাকলেও শাহিদকে তিনি বিশ্বাস করেন, ভালোবাসেন। সুপ্রিয়ার মনে হয় তিনি শাহিদের উপর অনায়াসেই নির্ভর করতে পারেন।

About Author